নমস্কার বন্ধুরা , আজকে আমাদের আলোচ্য বিষয় হল – রাজা ও রাজবংশ এবং তাদের প্রচলিত
মুদ্রার নাম বা আরও বলা যায় প্রাচীন ভারতের মুদ্রার নাম, সেগুলি কোন ধাতু দিয়ে তৈরি
এবং সেগুলি কোন যুগের মুদ্রা। ঋগবৈদিক যুগ থেকেই মুদ্রার প্রচলন সুরু হয়। এই মুদ্রা গুলি
তামা, সোনা , রুপা , সীসা প্রভৃতি ধাতু দিয়ে তৈরি হয়েছিল। আজকে এই বিষয়ের
উপর একটি তালিকা ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল।
ক্রমিক নং | রাজা ও রাজবংশ | প্রচলিত মুদ্রার নাম |
---|---|---|
১ | ঋগবৈদিক যুগ | মনা(সোনা),নিষ্ক(সোনা) |
২ | পরবর্তী বৈদিক যুগ | নিষ্ক(সোনা), শতমান(সোনা),কৃষ্ণল(সোনা) |
৩ | কুষাণ যুগ | দীনার(সোনা) |
৪ | পাল বংশ | নারায়নী(রুপা),দ্রম্ম(রুপা),ধরন (রুপা) |
৫ | গুপ্ত বংশ | নিষ্ক(সোনা),দিনার(সোনা),রূপক(রুপা),সুবর্ণ(সোনা) |
৬ | চোল বংশ | কাশু(সোনা) |
৭ | সেন বংশ | পুরান বা দ্রম্ম(রুপা), কপর্দক পুরান(রুপা) |
৮ | মৌর্য বংশ | কর্ষাপন(রুপা,তামা,সোনা),দারিক(রুপা),কাকনিক(তামা),মশক(তামা) |
৯ | সাতবাহন বংশ | পেটিন(সীসা) |
১০ | শেরশাহ | রুপি(রুপা), দাম(তামা) |
১১ | মহঃ বিন তুঘলক | দোকানী(তামা),দিনার(সোনা) |
১২ | ইলতুৎমিস | জিতল(তামা),তঙ্কা(রুপা) |
১৩ | বহুলল লোদী | বহুললি(তামা) |
১৪ | জাহাঙ্গীর | নুরজাহানি(সোনা), সুবর্ণ(সোনা) |
১৫ | আল্লাউদ্দিন খলজি | দিনার(সোনা) |
১৬ | শশাঙ্ক | অর্ধশতমান(সোনা),সুবর্ণ(সোনা) |
১৭ | বাবর ও হুমায়ন | ফালুস(তামা),শাহরুখি বা দিরহাম(রুপা),আস রফি বা দিনার(সোনা) |
১৮ | আকবর | দাম(তামা),রূপয়া(রুপা),মুহর বা মোহর(সোনা) |
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. ভারতীয় উপমহাদেশে স্বর্ণ মুদ্রা প্রথম চালু করেন কারা?
উঃ কুষাণ সম্রাটগণ ।
২. কোন কুষাণ সম্রাট সর্বপ্রথম স্বর্ণমুদ্রা জারি করেন?
উঃ বীম কদফিসেস।
৩. কুষাণ সম্রাট বীম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস কোন দেশের স্বর্ণ মুদ্রার অনুকরনে
এদেশে স্বর্ণ মুদ্রা জারি করেন?
উঃ রোমান ।
৪. পাল ও সেন যুগে কোন মুদ্রার প্রচলন ছিল না ?
উঃ স্বর্ণমুদ্রা ।
৫. চোলদের স্বর্ণমুদ্রার নাম কি ?
উঃ কাশু।
৬. খলিফার নামাঙ্কিত মুদ্রা কে প্রচলন করেন?
উঃ ইলতুৎমিস।
৭. কনিস্কের স্বর্ণমুদ্রা কোথায় আবিষ্কৃত হয়েছে?
উঃ মহাস্থানগড় ,পাণ্ডু রাজার ঢিবি এবং তমলুক।
৮. গুপ্ত সম্রাটদের মধ্যে প্রথম কোন সম্রাট রৌপ্য মুদ্রার প্রচলন করেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৯. ভারতে সর্ব প্রথম কে তামার মুদ্রার প্রচলন করেন?
উঃ মহম্মদ বিন তুঘলক।
১০. কাকে ভারতীয় টাকার (রুপি) প্রথম প্রচলনকারী বলে মানা হয়?
উঃ শেরশাহ শুরি ।
১১.কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেন?
উঃ ইলতুৎমিস।
১২. বীণাবাদনরত মূর্তি কার মুদ্রায় দেখা যায় ?
উঃ সমুদ্র গুপ্তের মুদ্রায়।
১৩. কুষাণ সম্রাটরা কোন কোন মুদ্রার প্রচলন করেননি?
উঃ রৌপ্য মুদ্রা।
১৪. শত মান কি ?
উঃ একশত কৃষ্ণল ওজনের স্বর্ণখণ্ডকে শত মান বলা হয়।
১৫. ভারতবর্ষে মহম্মদ বিন তুঘলক প্রচলিত তাম্র মুদ্রার নাম কি?
উঃ দোকানি ।
১৬. প্রথম কোন ইসলাম ধর্মাবলম্বী শাসক যিনি মুদ্রায় শাসকের ছবি ব্যবহার করেন?
উঃ জাহাঙ্গীর।
১৭. রাশি চক্রের ছবি দিয়ে মুদ্রা তৈরি করেছিলেন কে ?
উঃ জাহাঙ্গীর।
১৮. বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ?
উঃ বরাহ বা হন।
*** মহম্মদ বিন তুঘলকের প্রচলিত স্বর্ণমুদ্রা দিনার। এই এক দিনার =১০ টি রুপার টাকা।