নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ধাতু ও খনিজ পদার্থ ঘটিত বিভিন্ন রোগের তালিকাটি দেওয়া হল। এই তালিকাটিতে বিভিন্ন খনিজ পদার্থ এবং ধাতু থেকে মানব দেহে ঘটিত বিভিন্ন রোগের তালিকা দেওয়া হয়েছে।
WBCS থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগসমূহের তালিকা
ক্রমিক নং | দূষক | রোগ |
---|---|---|
১ | অ্যাসবেসটস | হোয়াইট লাঙ্গ ক্যানসার |
২ | অ্যাসবেসটস | মেসোথেলিওমা |
৩ | অ্যাসবেসটস | অ্যাসবেসটোসিস |
৪ | পারদ | পিঙ্ক ডিজিজ |
৫ | পারদ | মিনামাটা |
৬ | ক্যাডমিয়াম | ইটাই ইটাই |
৭ | সীসা | ডিসলেক্সিয়া |
৮ | সীসা | প্লাম্বিজম |
৯ | সীসা | ডেভন কলিক |
১০ | আর্সেনিক | ব্ল্যাকফুট |
১১ | স্ফটিক সিলিকা ধুলা | সিলিকোসিস |
১২ | ক্রোমিয়াম | ডার্মাটাইটিস |
১৩ | বেনজিন বাষ্প | লিউকেমিয়া |
১৪ | তুলা | বাইসিনোসিস |
১৫ | কয়লা | ব্ল্যাক লাং |
১৬ | লোহা | সিডেরোসিস |
১৭ | নাইট্রেটস | ব্লু বেবি সিনড্রম |
আজকের বিষয় থেকে আগত গতবছরের কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন ১: মিনামাটা রোগ হয় কোন ধাতু দ্বারা? (SSC MTS Non-Technical 2011)
উত্তরঃ পারদ
প্রশ্ন ২: সীসার তীব্র বিষক্রিয়া জনিস রোগ কি নামে পরিচিত ? (SSC CHSL 2010)
উত্তরঃ প্লাম্বিজম
প্রশ্ন ৩: ক্যাডমিয়াম দূষণে জড়িত কোন রোগের সঙ্গে ?(SSC 10+2, LCD Exam 2011)
উত্তরঃ ইতাই-ইতাই
প্রশ্ন ৪: ইতাই-ইতাই রোগ হয় কোন ধাতুর বিষক্রিয়ার কারণে? (SSC GD 1912)
উত্তরঃ ক্যাডমিয়াম