ধাতু ও খনিজ পদার্থ ঘটিত বিভিন্ন রোগের তালিকা

নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ধাতু ও খনিজ পদার্থ ঘটিত বিভিন্ন রোগের তালিকাটি দেওয়া হল। এই তালিকাটিতে বিভিন্ন খনিজ পদার্থ এবং ধাতু থেকে মানব দেহে ঘটিত বিভিন্ন রোগের তালিকা দেওয়া হয়েছে।

WBCS থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগসমূহের তালিকা

ক্রমিক নংদূষকরোগ
অ্যাসবেসটসহোয়াইট লাঙ্গ ক্যানসার
অ্যাসবেসটসমেসোথেলিওমা
অ্যাসবেসটসঅ্যাসবেসটোসিস
পারদপিঙ্ক ডিজিজ
পারদমিনামাটা
ক্যাডমিয়াম ইটাই ইটাই
সীসাডিসলেক্সিয়া
সীসাপ্লাম্বিজম
সীসাডেভন কলিক
১০আর্সেনিকব্ল্যাকফুট
১১স্ফটিক সিলিকা ধুলাসিলিকোসিস
১২ক্রোমিয়ামডার্মাটাইটিস
১৩বেনজিন বাষ্পলিউকেমিয়া
১৪তুলাবাইসিনোসিস
১৫কয়লাব্ল্যাক লাং
১৬লোহাসিডেরোসিস
১৭নাইট্রেটস ব্লু বেবি সিনড্রম

আজকের বিষয় থেকে আগত গতবছরের কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন ১: মিনামাটা রোগ হয় কোন ধাতু দ্বারা? (SSC MTS Non-Technical 2011)
উত্তরঃ পারদ

প্রশ্ন ২: সীসার তীব্র বিষক্রিয়া জনিস রোগ কি নামে পরিচিত ? (SSC CHSL 2010)
উত্তরঃ প্লাম্বিজম

প্রশ্ন ৩: ক্যাডমিয়াম দূষণে জড়িত কোন রোগের সঙ্গে ?(SSC 10+2, LCD Exam 2011)
উত্তরঃ ইতাই-ইতাই

প্রশ্ন ৪: ইতাই-ইতাই রোগ হয় কোন ধাতুর বিষক্রিয়ার কারণে? (SSC GD 1912)
উত্তরঃ ক্যাডমিয়াম

Sharing Is Caring:

Leave a Comment