জৈনধর্মের পৃষ্ঠপোষকতাকারী ভারতীয় নৃপতি ও তাঁদের রাজ্য

আজকের বিষয় জৈনধর্মের পৃষ্ঠপোষকতাকারী ভারতীয় নৃপতি ও তাঁদের রাজ্য। রাজা খারবেল, কুমারপাল,জয়সিংহ ও মণ্ডলিক ছাড়াও বিম্বিসার,অজাতশত্রু,উদয়ন,অশোকের পৌত্র সম্প্রতি ও চন্দ্রগুপ্তমৌর্য জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন।

ক্রমিক নংজৈনধর্মের পৃষ্ঠপোষকতাকারী ভারতীয় নৃপতিতাঁদের রাজ্য
খারবেলকলিঙ্গ
মণ্ডলিককাথিয়াওয়াড়
জয়সিংহগুজরাট
কুমারপালগুজরাট

এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল

১) খারবেল কোন রাজবংশের রাজা ছিলেন ?

উঃ খারবেল প্রাচীন কলিঙ্গ রাজ্যের মহামেঘবাহন রাজবংশের  তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন।

২) কুমারপাল কোন রাজবংশের রাজা ছিলেন?

উঃ সোলাঙ্কি রাজবংশের রাজা।

৩) কুমারপালকে কে জৈন ধর্মে ধর্মান্তরিত করেছিলেন?

উঃ জৈন সন্ন্যাসী হেমচন্দ্র।

৪) কোন রাজ্যে জৈনধর্মের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন?

উঃ গুজরাট।

৫) কে  কলিঙ্গকে জৈনধর্মের প্রধান কেন্দ্র মনে করতেন।

উঃ চীনা পর্যটক হিউয়েন সাং।

Sharing Is Caring:

Leave a Comment