এক নজরে পশ্চিমবঙ্গ

২৬. পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত শতাংশ?
উঃ ২.৬৭ শতাংশ।

২৭. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গ সর্বাধিক সীমানা ভাগ করে থাকে?
উঃ বাংলাদেশ।

২৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি?
উঃ উড়িষ্যা।

২৯. পশ্চিমবঙ্গের কোন চারটি জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
উঃ পুরুলিয়া,নদিয়া(বাহাদুরপুর), বাঁকুড়া ও বর্ধমান।

৩০. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি?
উঃ ২৩ টি।

৩১. পশ্চিমবঙ্গের ডিভিশন সাব ডিভিশন ও ব্লকের সংখ্যা কত?
উঃ ডিভিশন-5 টি সাব ডিভিশন-৬৬ টি ও ব্লক-৩৪১ টি।

৩২. পশ্চিমবঙ্গের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত?
উঃ ৩৩৫৪ টি।

৩৩. পশ্চিমবঙ্গের মিউনিসিপাল কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটি সংখ্যা কত?
উঃ মিউনিসিপাল কর্পোরেশনের সংখ্যা ৭ টি ও মিউনিসিপ্যালিটির সংখ্যা ১১৯ টি।

৩৪. পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত?
উঃ বাংলাদেশ।

৩৫. পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন দেশ অবস্থিত?
উঃ নেপাল ও ভুটান।

৩৬. ভৌগোলিক দিক দিয়ে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত অঞ্চল গুলি কি কি?
উঃ দার্জিলিং, হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ, রাঢ় অঞ্চল ও উপকূলীয় সুন্দরবন।

৩৭. পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি?
উঃ বাংলা ও ইংরেজি।

৩৮. কত সালে পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ রাখার প্রস্তাব দেন?
উঃ ২০১১।

৩৯. পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান গুলি কি কি?
উঃ সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান,গরুমারা জাতীয় উদ্যান,নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান।

৪০. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয় কোনটি?
উঃ কলকাতা হাইকোর্ট।

৪১. পশ্চিমবঙ্গের শাসন পদ্ধতির বৈশিষ্ট্য কি?
উঃ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংসদীয় পদ্ধতি।

৪২. পশ্চিমবঙ্গের আইনসভা কি নামে পরিচিত?
উঃ বিধানসভা।

৪৩. পশ্চিমবঙ্গের বিধানসভা ক-কক্ষীয়?
উঃ এক কক্ষীয়।

৪৪. পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা কত?
উঃ ২৯৫ জন।

৪৫. পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ কত বছর?
উঃ পাঁচ বছর।

৪৬. পশ্চিমবঙ্গের গ্রামীন স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা কি নামে পরিচিত?
উঃ পঞ্চায়েত।

৪৭. পশ্চিমবঙ্গের শহর অঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা কি নামে পরিচিত?
উঃ পৌরসভা।

৪৮. বর্তমানে আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?
উঃ ১৩তম।

৪৯. পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন হয়েছে?
উঃ ৪ বার।

৫০. পশ্চিমবঙ্গে রাজ্যসভায় ও লোকসভায় আসন কত?
উঃ রাজ্যসভায় আসন ১৬ টি ও লোকসভায় আসন ৪২ টি।

Sharing Is Caring:

1 thought on “এক নজরে পশ্চিমবঙ্গ”

  1. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল বা পাখি বলে কিছু হয় না,জাতীয় মানে দেশের,অঙ্গরাজ্যের নয়। যেমন সম্প্রতি ‘ বাংলার মাটি ‘ গানটি রাজ্য সংগীত রূপে ঘোষিত হয়েছে,কিন্তু তা জাতীয় সংগীত নয়।

    Reply

Leave a Comment