এক নজরে পশ্চিমবঙ্গ

নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় হলো এক নজরে পশ্চিমবঙ্গ । খুবই উল্লেখযোগ্য এই অধ্যায়। এই অধ্যায় থেকে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। এই অধ্যায়ে পশ্চিমবঙ্গ সম্পর্কে যাবতীয় তথ্য ও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হবে।
তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক……

১. পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত?
উঃ পূর্ব ভারতে হিমালয়ের দক্ষিণে ও বঙ্গোপসাগরের উত্তরে এক সংকীর্ণ অংশে পশ্চিমবঙ্গ অবস্থিত।

২. ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?
উঃ নয় কোটি ১৩ লক্ষেরও বেশি।

৩. জনসংখ্যার নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?
উঃ চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য।

৪. পশ্চিমবঙ্গের আয়তন কত?
উঃ ৮৮ হাজার ৭৫২ বর্গ কিলোমিটার বা ৩৪ হাজার ২৬৭ বর্গমাইল।

৫. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উঃ কলকাতা।

৬. ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী কোনটি?
উঃ কলকাতা।

৭. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি?
উঃ বাংলা ভাষা।

৮. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি?
উঃ মেছো বিড়াল।

৯.পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি?
উঃ শ্বেত কন্ঠ মাছরাঙ্গা।

১০. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি?
উঃ ছাতিম।

১১. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী?
উঃ শিউলি।

১২. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি?
উঃ বাংলাদেশ।

১৩. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উঃ ভুটান।

১৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
উঃ দক্ষিণ ২৪ পরগনা (৯৯৬০ বর্গ কিমি)।

১৫. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ কলকাতা (১৮৫ বর্গ কিমি)।

১৬. কয়টি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানাযুক্ত?
উঃ তিনটি যথা বাংলাদেশ,নেপাল ও ভুটান।

১৭. পশ্চিমবঙ্গের সীমানার সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা যুক্ত?
উঃ পাঁচটি যথা আসাম, বিহার, সিকিম,ঝাড়খন্ড এবং উড়িষ্যা।

১৮. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
উঃ কলকাতা।

১৯. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ।

২০. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
উঃ মমতা ব্যানার্জি।

২১. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।

২২. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?
উঃ সিভি আনন্দ বোস।

২৩. পশ্চিমবঙ্গের বর্তমান রেলমন্ত্রী কে?
উঃ অশ্বিনী বৈষ্ণব।

২৪. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ সান্দাকফু।

২৫. পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
উঃ গঙ্গা।

Sharing Is Caring:

1 thought on “এক নজরে পশ্চিমবঙ্গ”

  1. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল বা পাখি বলে কিছু হয় না,জাতীয় মানে দেশের,অঙ্গরাজ্যের নয়। যেমন সম্প্রতি ‘ বাংলার মাটি ‘ গানটি রাজ্য সংগীত রূপে ঘোষিত হয়েছে,কিন্তু তা জাতীয় সংগীত নয়।

    Reply

Leave a Comment