বিশ্বের দীর্ঘতম বিলাস বহুল ক্রইজ, ৫০ দিনে বারাণসী থেকে কলকাতা-ঢাকা??

অনন্যা দেশের মতো নদীবক্ষে বিলাস বহুল ক্রইজে ভ্রমণের স্বপ্ন এবার পূরণ করতে চলেছে মোদি সরকার।

এই মেগা প্রকল্পে বিলাস বহুল ক্রইজে করে উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ ঘুরে অসমের ডিব্রুগর পর্যন্ত যাওয়া যাবে প্রমোদতরণী করে। 

 ২০২৩ সালের শুরুর দিকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম বিলাস বহুল প্রমোদতরণী যাত্রা পথ।

 ২০২৩ সালের শুরুর দিকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম বিলাস বহুল প্রমোদতরণী যাত্রা পথ।

এই যাত্রা পথের মোট দৈর্ঘ্য ৪,০০০ কিমি। গোটা যাত্রাটি সম্পূর্ণ করতে এই প্রমোদতরণীর সময় লাগবে প্রায় ৫০ দিন মতো। 

প্রমোদতরণীটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও বাংলাদেশের ঢাকা শহর হয়ে আসামের ডিব্রুগর পর্যন্ত যাবে বলে জানা যাচ্ছে।

লাক্সারি ক্রইজটি এই দীর্ঘ ৫০ দিনের যাত্রা পথে মোট ২৭ টি নদী কভার করবে , যা বিশ্বের দীর্ঘতম নদী যাত্রা হিসেবে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে প্রায় ৫০ টি ট্যুরিস্ট স্পট অতিক্রম করবে এই ক্রইজটি। নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সানোয়ালের মতে  এই প্রকল্প একটি সফরেই ভারত এবং বাংলাদেশকে একটি মানচিত্রে এনে ফেলবে।

 সরকারি-বেসরকারি যৌথ ব্যবস্থাপনা মডেলে চালানো হবে ক্রইজটি। ২টি জনপ্রিয় ক্রইজ সংস্থা অন্তরা লাক্সারি এবং জে এম বক্সি রিভার ক্রইজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার।