কাতার ওয়ার্ল্ড কাপ ২০২২-এ দর্শক দের জন্য কি কি নিয়ম লাগু করা হয়েছে?? এক নজরে দেখে নিন
শ্রীকান্ত মণ্ডল
১৯ নভেম্বর, ২০২২
বিনামূল্যে পরিবহণ ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা পেতে দর্শক দের হায়া কার্ডের (Hayya card) জন্য আবেদন করতে হবে।
স্বাস্থ্য পরিষেবার সুবিধা নেওয়ার সময় এবং গণপরিবহন মাধ্যম ব্যাবহার করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক।
১ নভেম্বর থেকে, দর্শকদের কাতারে যাওয়ার আগে আর COVID-19 পরীক্ষা করার প্রয়োজন নেই।
১ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র নাগরিক, বাসিন্দা এবং বিশ্বকাপ হায়া কার্ডধারীরা কাতারে প্রবেশ করতে পারবে।
শপিংমলগুলিতে, কাঁধ ঢেকে রাখা এবং হাঁটুর উপর পর্যন্ত ঢাকা থাকবে এমন পোশাক পরতে হবে।স্টেডিয়ামে জামা খোলার অনুমতি নেই।
কাতারে অ্যালকোহল আনা কঠোরভাবে নিষিদ্ধ।তবে সারা দেশে লাইসেন্সকৃত রেস্তোরাঁ এবং অনেক হোটেলে অ্যালকোহল পরিবেশন করা হবে।
কাতারে মাদকদ্রব্যের ব্যবহার, পাচার এবং চোরাচালানে কঠোর শাস্তি হতে পারে যেমন দীর্ঘকাল বন্দি থাকা, ভারী জরিমানা এবং নির্বাসন ইত্যাদি।
ড্রোন বা ট্রাইপড ব্যবহার করে দেশের মধ্যে ছবি তোলার জন্য কাতারে ভ্রমণের অন্তত তিন থেকে চার সপ্তাহ আগে সংশ্লিষ্ট অনুমতি চাইতে হবে।