ফুটবল বিশ্বকাপে এবার বাংলার হরিণঘাটা থেকে আমদানি করা মাংস ??
ফুটবল বিশ্বকাপ নিয়ে সবার মধ্যে উত্তেজনা তুঙ্গে , চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ।
এবারে কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়ে খাবারের পাতে পড়তে পারে পশ্চিমবঙ্গের হরিণঘাটার মাংস।
‘ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবার পাঁঠার মাংস রপ্তানি করবে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে।
ভারত কবে বিশ্বকাপ ফুটবল খেলবে তা কারোর জানা নেই তবে ভারতে ফুটবল প্রেমীদের সংখ্যা নেহাতই কম নয়, কাতার বিশ্বকাপে প্রায় ২৪ হাজার টিকিট কেটেছেন ভারতীয়রাই।
এবার মাংসের সুত্র ধরে কাতারের সঙ্গে তৈরি হল বঙ্গযোগ। এর ফলে বাংলার ফুটবলপ্রেমীদের বাড়তি উচ্ছ্বাস থাকতেই পারে।
গোটা পৃথিবী থেকে কয়েক হাজার মানুষ একসঙ্গে জড়ো হবেন এই বিশ্বকাপে। ফলে মাংসের জোগানে যাতে কোনও টান না পড়ে, সেই কারণে বাংলার থেকে মাংস আমদানি করছে কাতার।
দূর দেশে মাংস রপ্তানির খবর বাংলার বাণিজ্যমহলের কাছেও যথেষ্ট আকর্ষণীয়, কারণ অতীতে বাংলা থেকে কোনও দিন কোনও ফুটবল বিশ্বকাপে মাংস সরবরাহ করা হয়নি।
সূত্রের খবর, যত দিন ধরে কাতারে বিশ্বকাপ চলবে ততদিন চাহিদা অনুযায়ী মাংস রফতানি করা হবে। প্রথম চালানে প্রায় ১ মেট্রিক টন মতো পাঁঠার মাংস রপ্তানি হচ্ছে।