WB Primary TET 2022: টেট পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের!
সাদা OMR শিট জমা থেকে OMR শিট নষ্ট করা ইত্যাদি অনেক অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে।
১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা টেট পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য বড় পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এই বছরের TET পরীক্ষার OMR শিট রেজাল্টের সাথেই দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের। একজন পরীক্ষার্থী কোন প্রশ্নে কত নম্বর পেয়েছেন তা OMR শিটে উল্লেখ করা থাকবে।
এর ফলে পরীক্ষার্থীরা নিজেরাই তাঁদের পারফরম্যান্সের সাথে প্রাপ্ত নম্বর মিলিয়ে দেখে নিতে পারবেন।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সুত্রে খবর, এবার থেকে টেট শংসাপত্রও পরীক্ষার ফলপ্রকাশ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে।
অর্থাৎ প্রাথমিক টেট পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন। পর্ষদ সুত্রে খবর এতে সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা থাকবে।
মডেল উত্তর ও OMR শিটের প্রতিলিপি পরীক্ষার্থীরা জেনে নিতে পারবেন নিজেরাই।
মডেল উত্তর ও OMR শিট নিয়ে কোনো বিষয়ে অভিযোগ থাকলে সেটাও পরীক্ষার্থীরা পর্ষদকে জানাতে পারবেন।