UPI-এর মাধ্যমে বিদেশেও টাকা পাঠানো যাবে খুবই সহজে!! বিস্তারিত জানুন
শ্রীকান্ত মণ্ডল
১৫ নভেম্বর ২০২২
এবার থেকে UPI-এর ভার্চুয়াল পেমেন্ট ঠিকানা ব্যবহার করে মোবাইল দিয়েই ভারত থেকে সিঙ্গাপুরে টাকা স্থানান্তর করা যাবে।
সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মতে, ‘সিঙ্গাপুর তাদের ‘পেনাও’ (PayNow)-কে UPI-এর সাথে সংযুক্ত করতে চায়।
UPI সংযুক্ত করার কাজ আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ হবে। তখন সিঙ্গাপুরে বসে থাকা যে কেউ টাকা পাঠাতে সক্ষম হবেন।
সিঙ্গাপুরের PayNow অনেকটা আমাদের দেশের Rupay-র মতো। PayNow দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলির সাথে যুক্ত।
এর ফলে PayNow-এর সাথে UPI যুক্ত হলে ভারত সিঙ্গাপুর সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে জুড়ে যাবে।
পূর্বে NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ইউরোপীয় পেমেন্ট পরিষেবা প্রদানকারী ওয়ার্ল্ডলাইনের সঙ্গে একটি অংশীদারিত্ব করে৷
পূর্বে NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ইউরোপীয় পেমেন্ট পরিষেবা প্রদানকারী ওয়ার্ল্ডলাইনের সঙ্গে একটি অংশীদারিত্ব করে৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আগামী দিনে শুধু UPI নয়, ইউরোপে রুপে ডেবিট এবং ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারবেন ভারতীয়রা।