মহাবীর ও জৈন ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর 

১. তীর্থঙ্কর কাদের বলা হত?

উঃ জৈন ধর্মের প্রবক্তাদের তীর্থঙ্কর বলা হত।

২. প্রথম ও শেষ তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ ঋষভদেব এবং মহাবীর।

  ৩. ২৪তম তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ মহাবীর।

৪. মহাবীর এর বাল্য নাম কি ছিল?

উঃ বর্ধমান।

৫. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

উঃ দ্বাদশ অঙ্গ।

৬. মহাবীরের সন্ন্যাস গুরু কে ছিলেন?

উঃ গোশাল।

৭. দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত?

উঃ প্রাকৃত ভাষা।

৮. মহাবীরের প্রধান শিষ্য কে ছিলেন?

উঃ গৌতম স্বামী।

আমাদের স্টোরিটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!!

Arrow