নবনির্মিত অটল সেতুর প্রথম ঝলক দেখুন!! সিকিম পৌঁছনো এখন আরও সহজ

শ্রীকান্ত মণ্ডল ৫ নভেম্বর ২০২২ 

উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত অটল সেতু। সেতুটি চালু হলে বাংলা থেকে সিকিম পৌঁছনো আরও সহজ হয়ে যাবে।

সেতুটির দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার, এই সেতুটি বাংলার কালিম্পঙ জেলা কে সিকিমের রংপোর সাথে সংযুক্ত করেছে । 

পশ্চিমবঙ্গের কালিম্পঙ জেলার তিস্তা নদীর পাশ ঘেঁষে রংপো নদীর উপর এই অটল সেতু তৈরি করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, চলতি সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  সিকিমের গ্যাংটক থেকে অটল সেতু উদ্বোধন করতে পারেন।

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সেতু নির্মাণের কাজ শুরু হয় এবং নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে কিন্তু করোনার ফলে চলতি বছরে সেতুর কাজ সম্পূর্ণ হয়।

এই সেতু, ১০ নম্বর জাতীয় সড়ক ধরে রংপো নদীর উপর তৈরি পুরনো সেতু দিয়ে সিকিম পৌঁছানোর বা শিলিগুড়ি আসার বেজায় সমস্যা থেকে মুক্তি দেবে।

বাংলা ও সিকিমের সংযোগকারী এই অটল সেতু বানাতে মোট ব্যয় হয়েছে প্রায় ৫৬ কোটি টাকা।