এশিয়ার সেরা ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারতের ১৪টি প্রতিষ্ঠান, কলকাতা বিশ্ববিদ্যালয় কত নম্বরে?
শ্রীকান্ত মণ্ডল
১১ নভেম্বর, ২০২২
সম্প্রতি QS World University Rankings এশিয়ার সেরা ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ।
এই তালিকায় ভারতের মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছে, এর মধ্যে সব থেকে সেরার শিরোপা অর্জন করেছে IIT বম্বে।
এই তালিকায় IIT বম্বের স্থান ৪০তম, এছাড়া এশিয়ার ৭৬০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৬তম স্থানে রয়েছে IIT দিল্লি।
১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারতের মোট ৭টি IIT স্থান পেয়েছে। পশ্চিমবঙ্গের IIT খড়গপুর রয়েছে ৬১তম স্থানে।
কলকাতার অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ১৮২তম স্থানে।
সেরা ১০০র মধ্য এশিয়ার প্রথম তিনে রয়েছেঃ
১ = পিকিং ইউনিভার্সিটি
২ = সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি
৩ = সিংহুয়া ইউনিভার্সিটি
সেরা ২০০র মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ১৮১তম স্থানে।