কাতার বিশ্বকাপ কি কি নতুন রেকর্ড গড়তে চলেছে , দেখে নিন একনজরে!!
ফটো: Unsplash
শ্রীকান্ত মণ্ডল
১৫ নভেম্বর, ২০২২
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সবচেয়ে ছোট দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।
ফটো: Unsplash
১১.৫ হাজার বর্গ কিলোমিটারের দেশটিতে মাত্র ২৯ লক্ষ জনগন বসবাস করেন।
ফটো: Unsplash
মোট ৮ টি স্টেডিয়ামে খেলা আয়োজিত হবে। স্টেডিয়াম গুলি রাজধানী দোহার ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত।
ফটো: Unsplash
সহকারী রেফারির অফসাইডের সিদ্ধান্ত আরও দ্রুত ও যথার্থ করার উদ্দেশ্যে এই প্রথম সেমি–অটোমেটেড অফসাইড পদ্ধতি ব্যবহার করা হবে।
ফটো: Unsplash
এবছরে কাতার বিশ্বকাপে যে বলে খেলা হবে, সেই বলের ভেতরে সেন্সর লাগানো থাকবে।
ফটো: Unsplash
নতুন প্রযুক্তিতে ফুটবলারদের মুভমেন্ট অনুসরণ করার জন্য লিম্ব–ট্র্যাকিং ক্যামেরা ব্যবহার করা হবে।
ফটো: Unsplash
দর্শকদের রেফারির সিদ্ধান্ত ভালভাবে বোঝার সুবিধার্থে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে থ্রি ডি ইমেজের মাধ্যমে ডাটা ব্যবহার করা হবে।
ফটো: Unsplash
এবছর প্রথম কাতার বিশ্বকাপে মহিলা রেফারিরা পুরুষদের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। ফিফার নির্বাচিত ৩৬ জন রেফারির প্যানেলে ৩ জন রয়েছেন মহিলা।
ফটো: Unsplash
কাতারে গরম আবহাওয়ার কারণে এই প্রথম বিশ্বকাপ জুন–জুলাইয়ে অনুষ্ঠিত না হয়ে নভেম্বর–ডিসেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।
ফটো: Unsplash
এবছর কাতার বিশ্বকাপে প্রতিটা দেশের স্কোয়াডে ৩ জন করে ফুটবলার বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ প্রতিটা দলে ২৬ জন করে ফুটবলার থাকবে।
ফটো: Unsplash