কলকাতায় এবার লন্ডন এবং প্যারিসের ধাঁচে চালু হচ্ছে হোহো (HOHO) বাস! কি এই হোহো বাস। সম্পূর্ণ জানুন  

শ্রীকান্ত মণ্ডল ০৬/১১/২০২২ 

HOHO কথাটির পুরো অর্থ হলো ‘হপ-অন হপ-অফ’। ভারতের মধ্যে দিল্লিতে এই ধরনের বাস পরিষেবা রয়েছে, যেটির একদিনের ভাড়া ৬০০ টাকা।

ভারতের বাইরে লন্ডন, প্যারিস, রোম, বার্সেলোনা, লিসবন এবং দুবাইয় ইতাদির মতো বড় বড় শহরে এই হোহো বাস খুবই জনপ্রিয়।

দিল্লির পর এবার কলকাতায় চালু হবে এই বাস। এই বাসে কলকাতার উল্লেখযোগ্য স্থানগুলি  ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। প্রথম দিকে ১৮টি স্থান ঘুরতে পারবেন পর্যটকরা।

এই হোহো বাসের সুবিধা কি? একবার এই বাসের টিকিট কেটে ভ্রমণে বেড়িয়ে কোনো একটি দর্শনীয় স্থান দেখতে দেখতে যদি যে বাসে এসেছেন সেটি ধরতে না .....

পারেন তবে পরবর্তী যেকোনো হোহো বাসে পরবর্তী দর্শনীয় স্থানে যেতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনো মূল্য দিতে হবে না। 

এর ফলে পর্যটকদের বিভিন্ন বিশিষ্ট জায়গা দেখার সময় বাস নিয়ে বিভ্রান্তি হতে হবে না। প্রতি ২০ মিনিট অন্তর এই বাস চলবে সুতরাং বেশিক্ষণ অপেক্ষা করতেও হবে না।

রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে হোহো বাস পরিষেবা চালু করছে সরকার । এই পরিষেবা প্রদানকারী বাস গুলি সব এসি বাস। 

পরিষেবা চালুর প্রথম দিকে এই বাসগুলির মাধ্যমে কলকাতা শহরের ১৮ টি জনপ্রিয় স্থান ঘুরে দেখা যাবে এবং পরবর্তীতে  ১০০ টি জনপ্রিয় স্থান ভ্রমন করা যাবে।

একদিনের জন্য  ভাড়া হিসাবে ২৫০ টাকা দিতে হবে যাত্রীদের।  প্রিন্সেপ ঘাট, মল্লিক ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারির মতো রুটে এই  পরিষেবা দেওয়া হবে।