হাওড়ায় দেশের প্রথম থ্রি-ডি (3D) তারামণ্ডল, টিকিট মূল্য জানেন কি? 

তারামণ্ডল বললেই জনসাধারণের মনে কলকাতার ‘বিড়লা প্ল্যানেটোরিয়াম’ -এর ছবিই ভেসে ওঠে সবসময়।

তবে এ বার এই চিত্র বদলাতে চলেছে, সম্প্রতি দেশের প্রথম থ্রি-ডি (3D) তারামণ্ডলের কাজ সম্পূর্ণ হয়েছে হাওড়াতে।

 হুগলি নদীর ওপারে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এই তারামণ্ডলটি তৈরি করেছে হাওড়া পুরসভা। 

এবছরের দুর্গাপুজোর সময়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এটির উদ্বোধন করেছিলেন। যদিও প্রযুক্তিগত সমস্যার কারণে তা দুর্গাপুজোর সময় খোলা হয়নি।

সম্প্রতি সমস্ত প্রযুক্তিগত কাজ সম্পূর্ণ হয়েহে, আগামী ২ ডিসেম্বর থেকেই দর্শকরা থ্রি-ডি প্রযুক্তির সাহায্যে মহাকাশ দেখতে পাবেন।

আপাতত তিনটি ‘শো’ থাকবে এই থ্রি-ডি তারামণ্ডলে।  দুপুর ৩টে, বিকেল ৪টে এবং ৫টা। 

বড়দের জন্য ১২০ টাকা এবং ছোটদের জন্য ৭০ টাকা  টিকিটমূল্য ধার্য করা  হয়েছে ।