বিক্রম-এসঃ দেশের প্রথম বেসরকারি রকেট! কোন সংস্থা বানিয়েছে রকেটটি? 

এই প্রথম মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট। ইসরোর (OSRO) সাহায্য ছাড়াই নির্মিত হয়েছে এটি।

রকেটির নাম দেওয়া হয়েছে বিক্রম-এস। ‘স্কাইরুট এরোস্পেস’  নামক হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থা রকেটটি তৈরি করেছে। 

স্কাইরুট এরোস্পেস’ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, তাদের তৈরি রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করা হবে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হবে। এই মিশনটির নাম ‘প্রারম্ভ’। 

. বিশেষজ্ঞরা মনে করছেন এটি ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা কারণ এই প্রথম ইসরোর বাইরের কোনও সংস্থা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে পৃথিবীর বাইরে রকেট পাঠাচ্ছে। 

 বিক্রম-এস রকেটটি একটি একক পর্যায়ের সাব-অরবিটাল রকেট। সংস্থার মতে এটি বিক্রম সিরিজ়ের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে সাহায্য করবে।

বেসরকারি উদ্যোগে নির্মিত বিক্রম-এস রকেটটির নামকরণ করা হয়েছে ভারতের মহাকাশ অভিযানের প্রাণপুরুষ বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে।

Share if you liked the Story

Arrow