নব নির্মিত দিঘা-শঙ্করপুর মেরিন ড্রাইভের প্রথম ঝলক দেখুন!!

শ্রীকান্ত মণ্ডল ২১ ডিসেম্বর, ২০২২

অবশেষে সমুদ্রের ধারে মেরিন ড্রাইভ ধরে সমুদ্র দেখতে দেখতে দীঘা পৌঁছনোর স্বপ্ন পূরণ হল পর্যটকদের।

Photo:Curley Tales

২০২০ সালে, দুটি ঘূর্ণিঝড় আম্ফান এবং যশের কারণে সৃষ্ট বন্যার কারণে তাজপুর থেকে শঙ্করপুর পর্যন্ত রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল, অনেক জায়গায় ধস নামে।

ছবি: টুইটার

ঝড়ের প্রভাব কমে যাওয়ার পরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ক্ষতিগ্রস্ত দীঘা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে সংস্কার করার পরিকল্পনা করেছে৷

ছবি: টুইটার

সম্প্রতি পরিবেশ রক্ষায় দিঘা-শঙ্করপুর সংলগ্ন এলাকায় পর্যটকদের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, এমনকি প্লাস্টিক ব্যবহার করলে মোটা অঙ্কের জরিমানাও হতে পারে।

ছবি: টুইটার

এই সংস্কারমূলক কাজগুলির মধ্যে একটি হল দিঘা মেরিন ড্রাইভ৷ বঙ্গোপসাগরের তীরবরাবর  ১৭৩ কোটি টাকা ব্যয়ে এই মেরিন ড্রাইভটি  নির্মিত হয়েছে। 

ছবি: টুইটার

দিঘা-শঙ্করপুর মেরিন ড্রাইভের মোট দৈর্ঘ্য ৩০ কিমি, যা দিঘা, শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণিকে এক সুতোয় সংযুক্ত করে।

ছবি: টুইটার

প্রসঙ্গত, ২০১৫ সালে মেরিন ড্রাইভের প্রকল্পের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কাজ শুরু হয় এবং ২০২২-এর সেপ্টেম্বরে মেরিন ড্রাইভের কাজ সম্পূর্ণ হয়।  

ছবি: টুইটার