মোবাইল ফোনের মতোই চার্জ দিতে হচ্ছে ফুটবল বিশ্বকাপের বলে! এর কারণ কী?

শ্রীকান্ত মণ্ডল ১ ডিসেম্বর ২০২২

এ বছর অর্থাৎ ২০২২ এর ফিফা বিশ্বকাপ খেলা হচ্ছে  আমেরিকার একটি সংস্থা দ্বারা নির্মিত একটি বল নিয়ে যার নাম আল রিহলা’। 

ফটো: টুইটার

সাম্প্রতি আল রিহলা বলের একটি ছবি ভাইরাল হয় যেটিতে দেখা  যাচ্ছে একসাথে ৪টি বলের একটা অংশ খুলে ফেলে ফোনের মতো চার্জ দেওয়া হচ্ছে। 

ফটো: টুইটার

আসলে এবারে ব্যাবহৃত বলে বসানো হয়েছে এক বিশেষ প্রকারের সেন্সর যেটি প্রতি মুহূর্তে সার্ভারে  নির্ভুল তথ্য পাঠাতে সক্ষম।

ফটো: টুইটার

যখনই বলের সাথে কোনও কিছুর সংঘর্ষ হবে বা ধাক্কা লাগবে তখনই বলের মধ্যে থাকা সেন্সরটি সার্ভারে প্রতিটি ধাক্কার নির্ভুল তথ্য পাঠিয়ে দেবে।

ফটো: টুইটার

এই সেন্সরটি এক সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠানোতে সক্ষম। সেই সেন্সরটিকে সচল রাখার জন্য একটি ১৪ গ্রামের ব্যাটারি বাবহার করতে হয়।

ফটো: টুইটার

এই ব্যাটারিকেই প্রতি ম্যাচের আগে মোবাইলের মতো চার্জ দেওয়া হয়। এক বার চার্জ দিলে ব্যাটারিটি সেন্সর টিকে ছ’ঘণ্টা সচল রাখতে পারে।

ফটো: টুইটার

পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচে আল রিহলা বলের গুরুত্ব কতটা তা বোঝা গিয়েছে । ওই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

ফটো: টুইটার

 বলের নির্মাতারা সেন্সর থেকে পাওয়া তথ্যর ভিত্তিতে জানিয়ে দিয়েছেন যে রোনাল্ডোর সঙ্গে বলের কোনও স্পর্শই হয়নি। ফলে সেই গোল দেওয়া হয় ব্রুনো ফের্নান্দেসকে।

ফটো: টুইটার