ভারতীয় রেল সম্পর্কে এই বিস্ময়কর তথ্য গুলি জানেন কি ?
ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন হল মেট্টুপালয়াম-উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন যা ১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলে এবং দ্রুততম হল বন্দে ভারত এক্সপ্রেস ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলে।
ভারতের দীর্ঘতম রেল-কাম-সড়ক সেতু হল আসামের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত বগিবিল সেতু।
জম্মু ও কাশ্মীরের মাঝখানে হিমালয়ের পীর পাঞ্জাল অঞ্চলে অবস্থিত পীর পাঞ্জাল রেল টানেলটি ভারতের দীর্ঘতম রেল টানেল।
ভারতীয় রেলওয়ের ব্যস্ততম রেলস্টেশন হল হাওড়া জংশন। কর্ণাটকের হুব্লি হল বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম , যার দৈর্ঘ্য 4,483 ফুট।
ভারতের সবচেয়ে ছোট রেল স্টেশনের নাম আইবি (ওড়িশা) এবং দীর্ঘতম স্টেশনের নাম শ্রী ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা (তামিলনাড়ু)।
মহারাজা এক্সপ্রেস হল সবথেকে রাজকীয় ট্রেন যার সর্বাধিক ভাড়া ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।