বড়দিন আসছেঃ
কিন্তু কে এই সান্তা ক্লজ? কোথায় তাঁর জন্ম, জানুন ইতিহাস
শ্রীকান্ত মণ্ডল
২৩ ডিসেম্বর ২০২২
প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয় বড়দিন উৎসব ।
এই খ্রিস্টমাসেই সাদা টুপি, সাদা দাঁড়িতে সেজে জিঙ্গল বেলসের সুরে ছোটদের জন্য ঝোলা কাধে নিয়ে হাজির হবেন সান্তা।
ঝোলা থেকে একের পর এক উপহার বেরিয়ে আসবে ছোটদের জন্য। যুগ যুগ ধরে এভাবেই খ্রিস্টমাসে ছোটদের খুশি করতে হাজির হয় সান্তা ক্লজ।
কিন্তু কে এই সান্তা ক্লজ (Santa Claus)? কী তাঁর ইতিহাস? জানা যায়, খ্রিষ্টীয় ৩ শতকে সান্তা ক্লজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
ওই সময় সেন্ট নিকোলাস নামে এক বৃদ্ধ প্রত্যেক বাড়িতে গিয়ে শিশুদের উপহার দিতেন। তুরস্কে জন্ম এই সেন্ট নিকোলাস প্রচুর সম্পত্তির অধিকারী ছিলেন।
শুধু তাই নয়, এই সেন্ট নিকোলাস ৩ বোনকে বিক্রি হওয়া থেকে বাঁচিয়েছিলেন। অর্থের জন্য ওই ৩ বোনকে তাঁর বাবা বিক্রি করতে যাচ্ছিলেন।
সাদা-দাড়িওয়ালা ওই লোকটি এই সমস্ত জনহিতকর কাজের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিল এবং পরে এই সেন্ট নিকোলাস সান্তা ক্লজ নামে পরিচিত হন।