টাইটানিকের মতো বাংলাদেশের বিলাবহুল ক্রুজ, কি কি সুবিধা থাকছে এতে?? দেখে নিন
বরিশাল-ঢাকা নৌপথে এ বার নজর কাড়বে সুন্দরবন নেভিগেশন কোম্পানি দ্বারা নির্মিত এই বিলাসবহুল লঞ্চ। পদ্মা নদীতে ভেসে বেড়াবে বাংলাদেশের ‘টাইটানিক’!।
বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী এটিই বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন লঞ্চ। এর নাম ‘সুন্দরবন ১৬’।
‘সুন্দরবন ১৬’ নামক বিলাসবহুল লঞ্চটি চার তলা। এটি দৈর্ঘ্যে ৩৬০ ফুট এবং প্রস্থে ৬০ ফুট। এতে রয়েছে লোয়ার ডেক, আপার ডেক সহ ২৫০টি প্রথম শ্রেণির কেবিন।
এছাড়া এটিতে আছে ৬টি ভিআইপি ও দশটি সেমি ভিআইপি কক্ষ সমেত শৌচাগারের সুবিধা। লঞ্চটিতে একসঙ্গে মোট ১৩৫০ জন যাত্রী চড়তে পারবেন।
বরিশাল-ঢাকা নৌপথে ভ্রমণের সময় যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। লঞ্চটিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। উজ্জ্বল আলো আছে।
নৌপথে সফরের সময় যাত্রীদের খিদে পেলে মুশকিল আসান হিসাবে রাখা রয়েছে ফুড কোর্ট। যেখানে নানা ধরনের খাবার পাওয়া যাবে।
নদীপথে ভ্রমণের সময় যাত্রীদের ক্ষুধা লাগলে তা নিবারণ করার জন্য বিভিন্ন ধরনের খাবার সহ একটি ফুড কোর্টের । যেখানে।
লঞ্চে নিরাপত্তার জন্য আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা সহ লঞ্চের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
লঞ্চে নিরাপত্তার জন্য আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা সহ লঞ্চের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য লঞ্চে রয়েছে করোনারি কেয়ার ইউনিট। এছাড়াও ইন্টারনেট পরিষেবার জন্য থাকছে ওয়াই-ফাইয়ের ব্যবস্থা।