২০২৩ সালের জুন মাস থেকেই পদ্মা সেতুতে চলবে ট্রেন, কতগুলি ট্রেন চালানো হবে জানুন?
শ্রীকান্ত মণ্ডল৭ নভেম্বর ২০২২
স্বপ্নের পদ্মা সেতু যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে অনেক আগেই এবার মাত্র ৭ মাস পরেই মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত চলবে যাত্রীবাহী ট্রেন।
ফটোঃ টুইটার
২০২৩-এর জুনে দুটি আন্তঃনগর ট্রেন চালু করার লক্ষ্যে পুরোদমে চলছে প্রকল্পের প্রথম পর্বের কাজ। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কমলাপুর থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলবে ।
ফটোঃ টুইটার
এই রুটে যাত্রীপ্রতি ৬০ কিলোমিটারের অতিরিক্ত ভাড়া দিতে হবে। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৩৯ কিমি। অর্থাৎ ভাড়া দিতে হবে ৯৯ কিলোমিটারের।
ফটোঃ টুইটার
প্রাথমিক ভাবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত দুটি আন্তঃনগর ট্রেন চাললেও, ডিসেম্বরের শেষে আরও চারটি ট্রেন চালানো হবে।
ফটোঃ টুইটার
২০২৪ সালে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত ট্রেন চলবে। এ লাইনে কোচ ইঞ্জিনগুলো ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতি নিয়ে চলবে।
ফটোঃ টুইটার
কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মোট ১০টি স্টেশন করা হয়েছে। এবং কমলাপুর থেকে পদ্মা হয়ে ভাঙ্গা স্টেশন পর্যন্ত মোট তিনটি স্টপেজে ট্রেন থামবে।
ফটোঃ টুইটার
ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত সম্পূর্ণ প্রকল্পটি তিনটি পর্বে করা হবে। প্রথম পর্বে ভাঙ্গা থেকে মাওয়া, দ্বিতীয় পর্বে কমলাপুর থেকে মাওয়া এবং তৃতীয় পর্বে যশোর পর্যন্ত করা হবে।
ফটোঃ টুইটার
এই প্রকল্পে মোট ১০০টি কোচ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে চীন কে। প্রথম চালানটি এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে আসার কথা রয়েছে।