বৈদিক সভ্যতা

হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য

হরপ্পা সভ্যতা

(১) হরপ্পা সভ্যতা মূলত ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে গড়ে ওঠে এবং পরে তার প্রভাব গাঙ্গেয় সমভূমি ও দক্ষিনে কিছুটা বিস্তৃত হয়।

(২) হরপ্পা সভ্যতা ছিল বৈদিক সভ্যতার পূর্ববর্তী সভ্যতা।

(৩) হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ভিত্তি ছিল বাণিজ্য।

(৪) হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক।

(৫) হরপ্পা সভ্যতায় ছিল পোড়া ইটের বহুতল বাড়ি।

(৬) হরপ্পা সভ্যতার ধর্মে মাতৃ দেবীর প্রাধান্য ছিল।

(৭) হরপ্পা সভ্যতায় ঢাল, শিরস্ত্রান প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের প্রচলন ছিল না।

(৮) হরপ্পা সভ্যতার মানুষেরা লোহা এবং ঘোড়ার ব্যবহার জানত।

(৯) হরপ্পার সমাজ ছিল মাতৃকেন্দ্রিক।

(১০) হরপ্পা সভ্যতার মানুষদের লিপির ব্যবহার জানা ছিল।

(১১) হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা।

(১২) হরপ্পা সভ্যতায় লিখন রীতি ছিল সু প্রচলিত।

(১৩) হরপ্পার অর্থনীতিতে শিল্প বাণিজ্য ছিল প্রধান।

(১৪) হরপ্পা সভ্যতায় মন্দিরের অস্তিত্ব নেই।

(১৫) হরপ্পা সাংস্কৃতিতে মূর্তি পূজার প্রচলন ছিল।

(১৬) হরপ্পা সংস্কৃতিতে বৃষের পূজা হত।

(১৭) হরপ্পা বাসী শিবলিঙ্গ ও মাতৃ দেবীর পূজা করত।

(১৮) হরপ্পা বাসীরা মৃতদেহ কবর দিত।

Sharing Is Caring:

Leave a Comment