১৫১. কর আদায়কারীকে বলা হতে হত ভাগদুখ।
১৫২. রাজকীয় ঘোষক ছিলেন সূত।
১৫৩. রাজসংসারের সরকার ছিলেন ক্ষত্রী।
১৫৪. জুয়া খেলার অধ্যক্ষ ছিলেন অক্ষবাপ।
১৫৫. রাজাকে রাজকার্যে পরামর্শ দিত রত্নিন নামে অভিজাত শ্রেণীর কর্মচারী।
১৫৬. দৌ ছিলেন আকাশের দেবতা।
১৫৭. পৃথিবী মাতা হিসেবে পরিচিত হতেন।
১৫৮. ইন্দ্র ছিলেন বজ্রের দেবতা।
১৫৯. বরুন ছিলেন পাপ পুণ্যের ধারক ও জলের দেবতা।
১৬০. অগ্নি ছিলেন ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী দেবতা।
১৬১. বায়ু বাতাসের দেবতা।
১৬২. মরুৎ ঝড়ের দেবতা।
১৬৩. যম মৃত্যুর দেবতা।
১৬৪. রুদ্র ধ্বংসের দেবতা।
১৬৫. সোম বৃক্ষের দেবতা।
১৬৬. পর্জন্য বৃষ্টির দেবতা।
১৬৭. সূর্য আলোর দেবতা।
১৬৮. সাবিত্রী সূর্য মন্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণ দাত্রী।
১৬৯. সরস্বতী নদীর দেবী ।