বৈদিক সভ্যতা

৭৬. পরবর্তী বৈদিক যুগ কাকে বলে?
উঃ ঋক বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কে পরবর্তী বৈদিক যুগ বলা হয়।

৭৭. পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত?
উঃ ১০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।

৭৮. পরবর্তী বৈদিক যুগে কোন কোন নতুন রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উঃ কাশী, কৌশল, বিদেহ ও মথুরা।

৭৯. বিচার ব্যবস্থা সর্বেসর্বা কে ছিলেন?
উঃ রাজা।

৮০. শতপথ ব্রাহ্মনে রাজার সম্পর্কে কি বলা হয়েছে?
উঃ রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি।

৮১. পরবর্তী বৈদিক যুগে কোন কোন দেবতা শ্রেষ্ঠ আসন লাভ করে?
উঃ প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর।

৮২. সভা ও সমিতির গুরুত্ব হ্রাস পায় কোন যুগে?
উঃ পরবর্তী বৈদিক যুগে।

৮৩. ‘বলি’ ও ‘শুল্ক’ কি?
উঃ রাজস্ব।

৮৪. সদ্যোদাহা কাকে বলা হত?
উঃ যেসব নারীরা বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করতেন তাদের বলা হত সদ্যোদাহা।

৮৫. ব্রহ্মবাদিনী কাদের বলা হত?
উঃ যেসব নারীরা সারাজীবন দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন।

৮৬. পরবর্তী বৈদিক যুগে কৃতি মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন?
উঃ গার্গী ও মৈত্রেয়ী।

৮৭. চিরুনি কে কি বলা হত?
উঃ শললী।

৮৮. ধাতু নির্মিত আয়নাকে কি বলা হত?
উঃ প্রকাশ।

৮৯. পরবর্তী বৈদিক যুগে কোন নগর গুলির উদ্ভব হয়?
উঃ কৌশম্বি ও হস্তিনাপুর।

৯০. বাণিজ্যিক সম্প্রসারণের যুগ কোন যুগকে বলা হয়?
উঃ পরবর্তী বৈদিক যুগকে।

৯১. গিল্ড কি?
উঃ ব্যবসায়িক সমিতি।

৯২. প্রতীক পূজা শুরু হয় কোন যুগে?
উঃ পরবর্তী বৈদিক যুগে।

৯৩. কুরু উপজাতি কাদের মিশ্রণে গড়ে ওঠে?
উঃ ভরত ও পুরু।

৯৪. মনা কোথাকার মুদ্রা ছিল?
উঃ ব্যাবিলনের।

৯৫. ঋক বৈদিক যুগে কাদের দস্যু বা দাস বলা হত?
উঃ অনার্যদের।

৯৬. ‘পুর’ কথাটির অর্থ কি?
উঃ নগর বা দুর্গ।

৯৭. পরবর্তী বৈদিক যুগে লোকের প্রধান জীবিকা কি ছিল?
উঃ কৃষি।

৯৮. পরবর্তী বৈদিক যুগে কোন দেশের সাথে সমুদ্র পথে বাণিজ্য চলত?
উঃ মেসোপটেমিয়া।

৯৯. পাঞ্চাল উপজাতি কাদের মিলনে সৃষ্টি হয়?
উঃ তুর্বস ও কিরভিড় মিলনে।

১০০. এই সময় রাজারা কোন কোন যজ্ঞ করতেন?
উঃ অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয়।

Sharing Is Caring:

Leave a Comment