বিভিন্ন ঐতিহাসিক বই ও তাদের লেখকগণ

নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় হলো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ ও তাদের লেখকগণ। খুবই উল্লেখযোগ্য এই অধ্যায়। এই অধ্যায় থেকে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এই অধ্যায়টিকে তিনটি পর্বে আলোচনা করব। যথা… প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও তাদের লেখকগণ, মধ্য ভারত বা সুলতানি যুগ বা মুঘল যুগের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও তাদের লেখকগণ এবং আধুনিক ভারত বা স্বাধীনতা সময়কাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ও তাদের লেখকগণ। এই গ্রন্থ গুলি কোন বিষয়ের উপর লিখিত সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়টিকে একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে ও সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হবে।
তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক……

প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও তাদের লেখকগণ

ক্রমিক নংগ্রন্থের নামলেখকগণবিষয়বস্তু
অষ্ঠাধ্যায়ীপানিনিব্যাকরণ
মহাভারতবেদব্যাসমহাকাব্য
মহাভাষ্যপতঞ্জলিব্যাকরণ
রামায়ণবাল্মিকী.মহাকাব্য
অর্থশাস্ত্রকৌটিল্যরাষ্ট্রনীতি /মৌর্য যুগের সমাজ,অর্থনীতি,রাষ্ট্রনৈতিক ভাবনা
গার্গী সংহিতা….জ্যোতির্বিদ্যা
বুদ্ধচরিতঅশ্বঘোষকাব্য
মুদ্রারাক্ষসবিশাখদত্তনাটক
কাদম্বরী,হর্ষচরিতবানভট্টগদ্যকাব্য
১০বিক্রমাঙ্কদেবচরিতবিলহনচালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সামরিক প্রতিভা ও কৃতিত্ব
১১রামচরিতসন্ধ্যাকরনন্দীকাব্য
১২গৌরবাহোবাকপতিরাজকাব্যজীবনী
১৩নবসাহসাঙ্কচরিতপদ্মগুপ্তকাব্যজীবনী
১৪বিদগ্ধমাধব,ললিতমাধবরূপ গোস্বামীনাটক /কাব্য ইতিহাস
১৫কুমারপালচরিতজয়সিংহকাব্যজীবনী
১৬রাসমালা ও কীর্তিকৌমুদীসোমেশ্বর….
১৭সুকৃতি সংকীর্তনঅরি সিংহ….
১৮প্রবন্ধ চিন্তামণিমেরুতুঙ্গ….
১৯প্রবন্ধ কোষরাজশেখরজৈন গ্রন্থ
২০জাতক….বুদ্ধ দেবের পূর্ব জন্মের কাহিনী
২১রাজতরঙ্গিনীকলহনসপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ইতিহাস
২২কল্পসূত্রভদ্র বাহুজৈনদের আদি শাস্ত্রগ্রন্থ
২৩চতুর্বেদ,পরিশিষ্টপার্বনহেমচন্দ্রজৈন ধর্মগ্রন্থ
২৪ত্রিপিটক.….বৌদ্ধ ধর্ম গ্রন্থ,বুদ্ধ দেবের শিক্ষা ও উপদেশাবলীর সংকলন
২৫মহাবংশ ও দীপবংশ….বৌদ্ধ ধর্মের ইতিহাস
২৬কথাসরিৎ সাগরসোমদেব ভট্ট….
২৭বৃহৎকথামঞ্জরিক্ষেমেন্দ্র….
২৮অমরকোষঅমরসিংহসংস্কৃত অভিধান
২৯এলাহাবাদ প্রশস্তিহরিষেনসমুদ্র গুপ্তের রাজত্বকাল
৩০সূত্রলংকারকুমারলাতনাটক
৩১কিরীতার্জুনীয়মভারবি….
৩২ভট্টিকাব্যভট্টিকাব্য
৩৩শব্দ কোষঅমরসিংহ….
৩৪হিতোপদেশ,পঞ্চতন্ত্রবিষ্ণুশর্মানীতি শিক্ষা সম্পর্কিয় কাহিনী
৩৫দশকুমারচরিতদণ্ডীনগদ্য
৩৬অভিজ্ঞানশকুন্তলম,মালবিকাগ্নিমিত্রমকালিদাসনাটক
৩৭মেঘদূতম,কুমারসম্ভবম,রঘুবংশমকালিদাসকাব্য
৩৮ঋতুসংহারকালিদাস….
৩৯বৃহৎসংহিতা,পঞ্চসিদ্ধান্তবরাহমিহিরজ্যোতির্বিদা ও আবহাওয়াবিদ্যা
৪০<লঘু মতিক/td>বরাহমিহিরজন্ম কুণ্ডলী
৪১ব্রহ্মসিদ্ধান্তব্রহ্মগুপ্তজ্যোতির্বিদ্যা
৪২খন্ডখাদ্য,ধ্যানগ্রহব্রহ্মগুপ্তজ্যোতির্বিদ্যা
৪৩নাগানন্দ,রত্নাবলী,প্রিয়দর্শিকাহর্ষবর্ধননাটক
৪৪সি ইউ কিহিউয়েন সাঙহর্ষবর্ধনের সময়কালের সমাজ শিক্ষা ধর্ম ও হর্ষবর্ধনের দিগ্বিজয় ও শাসনব্যবস্থা
৪৫দানসাগর,আচার সাগর ,অদ্ভুত সাগর ,প্রতিষ্ঠা সাগর ,ব্রত সাগরবল্লাল সেনহিন্দু ক্রিয়াকর্ম ও আচার পদ্ধতি
৪৬বল্লাল চরিতআনন্দ ভট্টবল্লাল সেনের রাজত্বকাল
৪৭গীতগোবিন্দজয়দেবকাব্য
৪৮পবনদূতধোয়ীকাব্য
৪৯আইহোল প্রশস্তিরবীকীর্তিদ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব
৫০রত্ন মালিকাপ্রথম অমোঘবর্ষকাব্য সমালোচনা
৫১মিতাক্ষরাবিজ্ঞানেশ্বরহিন্দু সামাজিক বিধি
৫২গণিতসারসংগ্রহমহাবীরাচার্যগণিত বিষয়ক
৫৩মত্তবিলাস প্রহসনপ্রথম মহেন্দ্রবর্মনব্যঙ্গ নাটক
৫৪বাসবদত্তাসুবন্ধুনাটক
৫৫ন্যায়করনন্দীশ্রীধর….
৫৬দায়ভাগজীমূতবাহনহিন্দু সামাজিক বিধি
৫৭ঋগ্বেদ….প্রাকৃতিক শক্তির স্তুতি
৫৮সামবেদ….যজ্ঞের সময় গীত
৫৯যজুর্বেদ….যাগযোগ্য ও বিভিন্ন অনুষ্ঠানের মন্ত্রাদি
৬০দূতবাক্য,স্বপ্নবাসবদত্তাভাসনাটক
৬১অথর্ববেদ….সৃষ্টি রহস্য, চিকিৎসা বিদ্যা, ইন্দ্রজাল ও রহস্যমন্ত্রাদি
৬২গাথাসপ্তসতীহালকাব্য
৬৩মহাভিভাষ্যবসুমিত্রত্রিপিটক এর ব্যাখ্যা
৬৪প্রজ্ঞাপারমিতা,শত সহস্রিকানাগার্জুনবৌদ্ধ দর্শন
৬৫মাধ্যমিকসূত্রনাগার্জুনবিজ্ঞান চর্চা
৬৬বৃহৎকথাগুনাঢ্যসাহিত্য
৬৭আয়ুর্বেদ শাস্ত্রচরকআয়ুর্বেদ সম্পর্কে ধারনা
৬৮মৃচ্ছকটিকসূত্রকনাটক
৬৯চরক সংহিতাচরকআয়ুর্বেদ
৭০সুশ্রুতসংহিতাসুশ্রুতচিকিৎসা বিজ্ঞান
৭১কামসূত্রবাৎসায়নকর্মশাস্ত্র
৭২দেবী চন্দ্রগুপ্তমবিশাখ দত্তনাটক
৭৩মহাবীরচরিত,উত্তর রামচরিতভবভূতিনাটক
৭৪আর্য ভট্টিয় ও দশগীতিকা সূত্রআর্য ভট্টজ্যোতির্বিদ্যা
৭৫পরমার্থ সপ্ততি,অভি ধর্মকোষবসু বন্ধুবৌদ্ধ দর্শন
৭৬ন্যায়করনন্দীশ্রীধরহিন্দু দর্শন
৭৭শব্দ চন্দ্রিকাচক্রপাণি দত্তআয়ুর্বেদ
৭৮ব্রাহ্মণ সর্বস্ব ও মীমাংসা সর্বস্বহলায়ুধহিন্দু সামাজিক বিধি ও নিত্যকর্ম
৭৯ব্যবহার মাতৃকারঘুনন্দনহিন্দু সামাজিক বিধি
৮০আদিপুরাণজিনসেনজৈন সন্ন্যাসীদের জীবনী
৮১কবিরাজ মার্গরাষ্ট্রকূট রাজ প্রথম অমোঘবর্ষকাব্য
৮২কবি রহস্যহলায়ুধকাব্য
৮৩ফো কুয়ো কিফাহিয়েনভ্রমণবৃত্তান্ত
৮৪পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি….ভারতের উপকূল ভাগবন্দর প্রভৃতির বর্ণনা
৮৫জিওগ্রাফিটলেমিভারতের ভূগোল
৮৬ন্যাচারাল হিস্ট্রিপ্লিনিভারতীয় অরণ্য পশু খনিজ পদার্থের বিবরণ
৮৭মুকুন্দ মালাকুলশেখরভক্তি কাব্য
৮৮রামায়ণকম্বনমহাকাব্য
৮৯কর্পূর মঞ্জুরিরাজশেখরনাটক
৯০কাব্য মিমাংসারাজ শেখরঅলংকার শাস্ত্র
৯১লীলাবতীনেমিচন্দ্ররোমান্টিক কাব্য
৯২মিলিন্দপঞ্চহোমিনান্দারবৌদ্ধ দর্শন
৯৩ইন্ডিকামেগাস্থিনিসভ্রমণ বৃত্তান্ত

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. বুদ্ধচরিত কার লেখা?
উঃ অশ্ব ঘোষ।


২. অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে?
উঃ পানিনি।


৩. মহাভারত কে লিখেছিলেন?
উঃ বেদব্যাস।


৪. রামায়নের রচয়িতা কে?
উঃ বাল্মিকী।


৫. অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উঃ কৌটিল্য।


৬. অর্থশাস্ত্রে কোন যুগের সমাজ অর্থনীতির কথা ও বলা আছে?
উঃ মৌর্য যুগের।


৭. বিশাখদত্তের লেখা গ্রন্থটির নাম কি?
উঃ মুদ্রারাক্ষস।


৮. বানভট্ট রচিত গ্রন্থ গুলি কি কি?
উঃ কাদম্বরী ও হর্ষচরিত।


৯. রামচরিত এর রচয়িতা কে?
উঃ সন্ধ্যাকর নন্দী।


১০. জৈন গ্রন্থ সম্পর্কিত গ্রন্থ প্রবন্ধকোষের রচয়িতা কে?
উঃ রাজশেখর।


১১. হরিষেন রচিত এলাহাবাদ প্রশস্তি গ্রন্থে আমরা কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি?
উঃ সমুদ্রগুপ্তের রাজত্বকাল।


১২. বিষ্ণু শর্মা রচিত দুটি গ্রন্থের নাম কি?
উঃ হিতোপদেশ ও পঞ্চতন্ত্র।


১৩. কালিদাস রচিত গ্রন্থ গুলির নাম কি?
উঃ অভিজ্ঞানমশকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, কুমারসম্ভবম,ঋতুসংহার, রঘুবংশম্।


১৪. বিদগ্ধ মাধব কার লেখা?
উঃ রূপ গোস্বামী।


১৫. কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কোন সময়ের ইতিহাস জানতে পারি?
উঃ খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ইতিহাস।


১৬. জৈনদের আদি শাস্ত্রগ্রন্থের নাম কি?এটির রচয়িতা কে?
উঃ কল্পসূত্র । ভদ্রবাহু।


১৭. বৌদ্ধ ধর্ম গ্রন্থ ও বৌদ্ধদেবের জীবনী সম্পর্কিত গ্রন্থ গুলি কি কি?
উঃ ত্রিপিটক,জাতক, মহাবংশ ও দীপ বংশ।


১৮. জৈন ধর্মগ্রন্থ চতুর্বেদ ও পরিশিষ্ট পার্বণের রচয়িতা কে?
উঃ হেমচন্দ্র।


১৯. শব্দকোষের রচয়িতা কে?
উঃ অমর সিংহ।


২০. বরাহমিহির রচিত জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গ্রন্থ গুলি কি কি?
উঃ বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা।


২১. হর্ষবর্ধন রচিত নাটক গুলি কি কি?
উঃ নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা।


২২. কার রচনা থেকে আমরা হর্ষবর্ধনের সময়কাল সম্পর্কে জানতে পারি?
উঃ হিউয়েন সাঙ রচিত সি ইউ কি থেকে।


২৩. বল্লাল সেন রচিত গ্রন্থ গুলির নাম কি?
উঃ দানসাগর, আচারসাগর, অদ্ভুতসাগর, প্রতিষ্ঠাসাগর, ব্রতসাগর।


২৪. কোন গ্রন্থ থেকে আমরা বল্লাল সেনের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি?
উঃ আনন্দভট্ট রচিত বল্লাল চরিত থেকে।

২৫. আইহোল প্রশস্তি কার লেখা? ও এই গ্রন্থ থেকে আমরা কার কথা জানতে পারি?
উঃ রবি কীর্তি। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব।


২৬. মিতাক্ষরা গ্রন্থের লেখক কে?
উঃ বিজ্ঞানেশ্বর।


২৭. দায়ভাগের রচয়িতা কে?
উঃ জীমূত বাহন।


২৮. ন্যাচারাল হিস্ট্রি কার লেখা?
উঃ প্লিনি।


২৯. মেগাস্থিনিস এর লেখা গ্রন্থটির নাম কি?
উঃ ইন্ডিকা।


৩০. নাগার্জুনের লেখা গ্রন্থ গুলি কি কি?
উঃ প্রজ্ঞা পারমিতা,শত সহস্রিকা মাধ্যমিক সূত্র।


৩১. মৃচ্ছকটিক এর রচয়িতা কে?
উঃ শুদ্রক।


৩২. হলায়ুধ রচিত গ্রন্থ গুলি কি কি?
উঃ ব্রাহ্মণ সর্বস্ব ও মীমাংসা সর্বস্ব।


৩৩. কবিরাজ মার্গ কার লেখা?
উঃ রাষ্ট্রকূট রাজ প্রথম অমোঘবর্ষ।


৩৪. ভবভূতি রচিত নাটক গুলি কি কি?
উঃ মহাবীর চরিত ও উত্তর রামচরিত।


৩৫. শব্দ চন্দ্রিকা কার রচনা?
উঃ চক্রপাণি দত্ত।


৩৬. মিলিন্দপঞ্চহ কার লেখা?
উঃ মিনান্দার।


৩৭. কামসুত্রের রচয়িতা কে?
উঃ বাৎসায়ন।


৩৮. বৃহৎ কথা কার লেখা?
উঃ গুনাঢ্য।


৩৯. বৃহৎকথামঞ্জুরী কার লেখা?
উঃ ক্ষেমেন্দ্র।


৪০. আদি পুরান কার লেখা?
উঃ জিনসেন।

Sharing Is Caring:

Leave a Comment