ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইন

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইন।চার্টার অ্যাক্ট ব্রিটিশরাজ কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদত্ত বাণিজ্যিক সনদ।

ভারতের ইতিহাসে এই অধ্যায়টি খুবই উল্লেখযোগ্য একটি অধ্যায়। আর দেরি না করে আলোচনা শুরু করা যাক।

১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট

• ১৭৭৩ খ্রি: রেগুলেটিং আইন ছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ।

• বাংলার গভর্নর কে “বাংলার গভর্নর জেনারেল” বলে অভিহিত করা হয়।

• ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের সময় গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।

• গভর্নর জেনারেল ও চারজন সদস্য নিয়ে গঠিত একটি কাউন্সিল বা উপদেষ্টা পর্ষদের হাতে বাংলার শাসনভার অর্পিত হয়। চারজন সদস্য ছিলেন বারওয়েল, ক্লাভারিন ফিলিপ ফ্রান্সিস ও জনসন

• সদস্যদের প্রত্যেকের কার্যকাল ছিল পাঁচ বছর।

• গভর্নর জেনারেল সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে কাজ করতে বাধ্য ছিলেন।

• ১৭৭৩ সালের রেগুলেটিং আইন কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলী কে স্বীকৃতি দেয় এবং ভারতে কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করে।

• মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর কলকাতা প্রেসিডেন্সির গভর্নর নিয়ন্ত্রণ ক্ষমতা পায়।

• ডাইরেক্টরদের সংখ্যা ২৪ নির্দিষ্ট করা হয়।

• এই আইন বলে কলকাতায় একজন প্রধান বিচারপতি ও তিনজন বিচারক নিয়ে ১৭৭৪ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। স্যার এলিজা ইম্পে ছিলেন প্রধান বিচারপতি। ভারতে বসবাসকারী সকল ইউরোপীয় এই বিচারালয়ের অধীনস্থ ছিল।

• এই আইন বলে কোম্পানির সকল কর্মচারীর উপহার ও ঘুষ নেওয়া নিষিদ্ধ হয়।

• বোর্ড অফ ডাইরেক্টরসদের যোগ্যতা,ভোট দেওয়ার অধিকার ইত্যাদি বিষয়গুলি ব্রিটিশ সরকারের অধীনে আনা হয়।

১৭৮৪ খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন

• রেগুলেটিং আইনের ত্রুটি দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে ১৭৮৪ সালে পিটের ভারত শাসন আইন প্রবর্তন করা হয়।

• বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠা করা হয় ৬ সদস্য নিয়ে। এই ছয় সদস্যকে বলা হতো কমিশনার।এর প্রথম সভাপতি ছিলেন হেনরি ডানডাস।

• বোর্ড অফ কন্ট্রোল ব্রিটিশ অর্থসচিব, ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব এবং ইংল্যান্ডের রাজার মনোনীত চার জন প্রিভি কাউন্সিল সদস্য নিয়ে গঠিত। এই বোর্ড অফ কন্ট্রোল এর ওপর কোম্পানির সমস্ত সামরিক ও বেসামরিক ক্ষমতা সমর্পিত হবে।

• এই আইন বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অংশীদারদের ভোটে নির্বাচিত ২৪ জন ডাইরেক্টর নিয়ে কোর্ট অফ ডাইরেক্টরস গঠিত হয়। এই সভার সদস্যদের কার্যকাল ৪ বছর।সদস্যদের ভারত বিষয়ে অভিজ্ঞতা থাকা আবশ্যক ছিল।

• বোর্ড অফ ডাইরেক্টরকে অধিকার দেওয়া হয় সমস্ত কর্মচারী নিয়োগ ও তাদের ডেকে পাঠানোর জন্য।

• গভর্নর জেনারেলের কাউন্সিল সদস্য সংখ্যা কমিয়ে ৪ থেকে ৩ করা হয়।

• এই আইনে ব্রিটিশ গভর্মেন্ট কোম্পানির উপর সমস্ত রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

• এই আইন বলে মাদ্রাজ ও বোম্বাই কাউন্সিলকে কলকাতা কাউন্সিলের অধীনস্ত করা হয়।বাংলার গভর্নর জেনারেল ভারতের ব্রিটিশ প্রশাসক হয়ে ওঠে। যুদ্ধ শান্তি রাজস্ব এবং দেশীয় রাজন্যবর্গের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক প্রভৃতি বিষয়ে কলকাতা প্রেসিডেন্সির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

Sharing Is Caring:

Leave a Comment