নমস্কার,
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর থেকে বেশ কয়েকটি প্রশ্ন প্রায় জিজ্ঞেস করা হয় বিভিন্ন প্রতিজগিতামুলক পরীক্ষায়। যেমন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? আজকের নিবন্ধে গভর্নর সম্পর্কে সেই সমস্ত তথ্য ও সাথে স্টাফ সিলেকশন এক্সামে আগত গতবছরের কিছু প্রশ্ন দেওয়া হল।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু কথা
• RBI ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইনের অধীনে ১ এপ্রিল ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
• এটি ১ জানুয়ারী ১৯৪৯ সালে জাতীয়করণ করা হয়।
• আরবিআই ১৯৪৭ সালের এপ্রিল মাস পর্যন্ত বার্মার (বর্তমানে মায়ানমার) কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে।
• এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক ১৯৪৭ সালের জুন মাস পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসাবেও কাজ করে।
• প্রথমে আরবিআই-এর সদর দপ্তর কলকাতায় স্থাপন করা হয়য়। পরবর্তীতে, ১৯৩৭ সালে এটি মুম্বাইতে স্থানান্তরিত করা হয়।
• রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৯২৬ হিলটন-ইয়ং কমিশনের সুপারিশ দ্বারা গঠিত হয়।
• RBI-এর সীলমোহরের জন্য আসল পছন্দ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাবল মোহুর, যেখানে সিংহ এবং পাম গাছের স্কেচ ছিল।
• পরবর্তীতে সিংহের বদলে ভারতের জাতীয় পশু বাঘের ছবি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে প্রায়ই মিন্ট স্ট্রিট নামে উল্লেখ করা হয়।
• RBI ব্যাঙ্কারের ব্যাঙ্ক (Bankers of Bank) হিসাবেও পরিচিত।
আরবিআই গভর্নর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
• ভারতের রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস, যিনি ভারতের RBI-এর ২৫তম গভর্নর।
• গভর্নর ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কে অন্যান্য ৪ টি ডেপুটি গভর্নর থাকে। তারা হলেন এমডি পাত্র, এম রাজেশ্বর রাও, টি. রবি শঙ্কর, মহেশ কুমার জৈন।
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর হলেন অসবর্ন স্মিথ।
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর হলেন সিডি দেশমুখ
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে সবথেকে বেশি সময় ধরে গভর্নর পদে নিযুক্ত ছিলেন বেনেগাল রামা রাউ (প্রায় ৭ বছর)।
• রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সবচেয়ে কম সময় গভর্নরের পদে নিযুক্ত ছিলেন অমিতাভ ঘোষ (মাত্র ২০ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে নিযুক্ত ছিলেন)।
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১৫তম গভর্নর ছিলেন মনমোহন সিং (তিনি ভারতের ১৩তম – প্রধানমন্ত্রী ছিলেন)।
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২৪তম গভর্নর হলেন উর্জিত প্যাটেল।
• রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২৩তম গভর্নর ছিলেন রঘুরাম রাজন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর সম্পর্কে গত বছরের কিছু প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক হল: [এসএসসি সিজিএল প্রিলিমস ২০০২]
উত্তর: তালগাছ এবং বাঘ
প্রশ্ন ২: ২ রুপি মূল্যর কারেন্সি প্রিন্টিং এবং নিয়ন্ত্রনের দায়িত্ব কার : [এসএসসি সিজিএল প্রিলিমস 2004]
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রশ্ন ৩: ভারতে ঋণের নিয়ন্ত্রক হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কাজ করে? [এসএসসি কর সহকারী (আয়কর ও কেন্দ্রীয় আবগারি) 2004]
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রশ্ন ৪: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের নাম কি? [এসএসসি পরিসংখ্যান তদন্তকারী গ্রেড-IV 2006]
উত্তরঃ RBINET
প্রশ্ন ৫: এক টাকার কয়েন এবং নোট ছাড়া ভারতের বাকি মুদ্রা গুলি ইস্যু করার একমাত্র অধিকার রয়েছে ? [এসএসসি সেকশন অফিসার (কমার্শিয়াল অডিট) ২০০৭]
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
প্রশ্ন ৬: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল: [এসএসসি সেকশন অফিসার (অডিট) 2008]
উত্তর: ১৯৪৯ সালে
প্রশ্ন ৭: ভারতের কোন ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্ব পালন করে? [SSC কম্বাইন্ড ম্যাট্রিক লেভেল (PRE) 2008]
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া