ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য

শাহজাহান

১৮৮. জাহাঙ্গীরের পর কে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন?
উঃ শাহজাহান।

১৮৯. শাহজাহান কততম মুঘল সম্রাট ছিলেন?
উঃ পঞ্চম।

১৯০. শাহজাহান শব্দের অর্থ কি?
উঃ পৃথিবীর রাজা।

১৯১. শাহজাহান শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উঃ ফার্সি ভাষা থেকে।

১৯২. আবুধাহারের প্রকৃত নাম কি?
উঃ শাহাবুদ্দিন মহম্মদ খুররম।

১৯৩. শাহজাহান কত বছর রাজত্ব করেছিলেন?
উঃ ৩০ বছর। (১৬২৮-১৬৫৮)।

১৯৪. কত খ্রিস্টাব্দে শাহজাহানের রাজ্যাভিষেক হয়?
উঃ ১৪ই ফেব্রুয়ারি ১৬২৮ খ্রিস্টাব্দে (আগ্রায়)।

১৯৫. শাহজাহানের মাতা কে ছিলেন?
উঃ তাজ বিবি বিলকিস মাকানি।

১৯৬. সিংহাসনে আরোহণের পূর্বে শাহজাহান কি নামে পরিচিত ছিলেন?
উঃ শাহজাদা খুররম।

১৯৭. কাকে পরাজিত করে শাহজাহান নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন?
উঃ শাহজাহান তার কনিষ্ঠ ভ্রাতা শাহরিয়ার মির্জা কে পরাজিত করে আগ্রার লালকেল্লায় নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন।

১৯৮. শাহজাহান মেবারের কোন রাজাকে পরাজিত করে মুঘলদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন?
উঃ রানা অমর সিং কে।

১৯৯. শাহজাদা খুররম কে শাহজাহান বা পৃথিবীর সম্রাট উপাধি কে দিয়েছিলেন?
উঃ জাহাঙ্গীর।

২০০. প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয়?
উঃ শাহজাহানকে।

২০১. শাহজাহান এর আমলে দিল্লির নাম কি ছিল?
উঃ শাহজাহানবাদ।

২০২. শাহজাহান কোন কোন মুদ্রার প্রচলন করেন?
উঃ স্বর্ণ (মোহর) রৌপ (রুপি) এবং তামা (দাম)।

২০৩. সিংহাসনে আরোহণের পূর্বে শাহজাহান প্রচলিত মুদ্রায় কোন নামের উল্লেখ ছিল?
উঃ খুররম।

২০৪. শাহজাহান কত খ্রিস্টাব্দে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৫৯২ খ্রিস্টাব্দের ৫ই জানুয়ারি লাহোরে।

২০৫. কত খ্রিস্টাব্দে মমতাজ মহলের সাথে তার বিবাহ হয়?
উঃ ১৬১২ খ্রিস্টাব্দে।

২০৬. মমতাজ মহলের প্রকৃত নাম কি?
উঃ আরজুমান্দ বানু।

২০৭. শাহজাহান জাহাঙ্গীরের কততম পুত্র ছিলেন?
উঃ তৃতীয়।

২০৮. কোন উপাধি ধারণ করে শাহজাহান সিংহাসনে বসেন?
উঃ আবুল মুজফফর মহম্মদ শাহজাহান বাদশাহ গাজী।

২০৯. রাজত্বের প্রথম দিকে শাহজাহান কাদের বিদ্রোহ দমন করেন?
উঃ বুন্দেলখন্ডের রাজা ঝুঝর সিংহ ও দাক্ষিণাত্যের প্রাক্তন সুবাদার খান জাহান লোদীর বিদ্রোহ দমন করেন।

২১০. শাহজাহানের পুত্র সুজা কোথাকার সুবেদার ছিলেন?
উঃ বাংলা।

২১১. শাহজাহানের আমলে বাংলার প্রধান মুঘল প্রশাসক হিসেবে কাজ করেছিলেন কে?
উঃ সুজা।

২১২. শাহজাহানের নির্দেশে কে হুগলি ও চট্টগ্রাম থেকে পর্তুগিজদের উৎখাত করেন?
উঃ বাংলার সুবেদার কাসিম আলি।

২১৩. কোন বংশের পতন ঘটিয়ে শাহজাহান আহম্মদ নগর সম্পূর্ণভাবে মোগল সাম্রাজ্য ভুক্ত করেন?
উঃ নিজামশাহী বংশের পতন ঘটিয়ে ১৬৩৩ খ্রিস্টাব্দ।

২১৪. আহাম্মদ নগরের পতনের পর কোন কোন রাজ্য দুটি মুঘলদের অধীনতা মেনে নেয়?
উঃ বিজাপুর ও গোলকুন্ডা।

২১৫. কত খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেন?
উঃ ১৬৪৮ খ্রিস্টাব্দে।

২১৬. মতি মসজিদ জামি মসজিদ কোথায় অবস্থিত?
উঃ আগ্রায়।

২১৭. লালকেল্লা কোথায় অবস্থিত?
উঃ দিল্লিতে।

২১৮. কার আমলে সুরাট বহি:বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে ওঠে?
উঃ শাহজাহানের আমলে।

২১৯. ঐতিহাসিক মোরল্যান্ড কার রাজত্বকাল কে “period of agrarian tranquility” বলে উল্লেখ করেছেন?
উঃ শাহজাহানের রাজত্বকাল কে।

২২০. ভারত ইতিহাসের সুবর্ণ যুগ বলা হয় কার রাজত্বকাল কে?
উঃ শাহজাহানের রাজত্বকাল কে।

২২১. শাহজাহানের আমলে স্থাপত্য নির্মাণ করা হয়েছিল কি দিয়ে?
উঃ শ্বেত পাথর দিয়ে।

২২২. লাল পাথরের পরিবর্তে সাদা মার্বেল পাথরের ব্যবহার কার আমল থেকে শুরু হয়?
উঃ শাহজাহানের আমল থেকে।

২২৩. আগ্রার দুর্গে ও দিল্লির লালকেল্লায় শাহজাহান কোন কোন স্থাপত্য গুলি নির্মাণ করেছিলেন?
উঃ দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস, মতি মসজিদ, শিসমহল।

২২৪. দিল্লিতে লালকেল্লা তৈরি হয়েছিল কিসের অনুকরণে?
উঃ আগ্রা দুর্গের অনুকরণে।

২২৫. লালকেল্লা কোন পাথরে তৈরি?
উঃ লাল বেলে পাথর দিয়ে।

২২৬. শাহজাহানের সর্বশেষ্ঠ কীর্তি কোনটি?
উঃ তাজমহল।

২২৭. কত খ্রিস্টাব্দে কার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণের কাজ শুরু হয়?
উঃ ১৬৩১ খ্রিস্টাব্দে শাহজাহানের পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। (এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি )।

২২৮. তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উঃ যমুনা নদীর তীরে।

২২৯. কত বছর ধরে ও কত টাকা ব্যয় করে তাজমহল নির্মিত হয়?
উঃ ২২ বছর ধরে ও তিন কোটি টাকা ব্যয় করে।

২৩০. তাজমহলের নকশা কে তৈরি করেছিলেন?
উঃ স্থপতিকার ওস্তাদ ইশা।

২৩১. তাজমহলে কোন শিল্পধারার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
উঃ ইন্দো পারসিক শিল্পধারা।

২৩২. তাঁর আরও এক অদ্ভুত সৃষ্টি ছিল ময়ূর সিংহাসন। এটি কে নির্মাণ করেছিলেন?
উঃ পারস্যের বিখ্যাত শিল্পী বেবাদল খান।

২৩৩. সিংহাসনটির বাহন কি ছিল?
উঃ বহু মূল্য রত্ন খচিত ময়ূর।

২৩৪. কত টাকা ব্যয়ে ময়ূর সিংহাসনটি নির্মিত হয়?
উঃ ৮ কোটি টাকা ব্যয় করে।

২৩৫. শাহজাহান কোন কোন ভাষা বলতে ও লিখতে জানতেন?
উঃ ফার্সি, তুর্কি, আরবি ও হিন্দি।

২৩৬. শাহজাহান কাকে ‘মহাকবি রাই’ উপাধি দিয়েছিলেন?
উঃ কবি জগন্নাথ কে।

২৩৭. পাদশাহনামা ও শাহজাহাননামার রচয়িতা কে ছিলেন?
উঃ আব্দুল হামিদ লাহোরী ও ইনায়েত খাঁ।

২৩৮. কোন কোন বিশিষ্ট ব্যক্তি তাঁর রাজসভা অলংকৃত করেছিলেন?
উঃ গঙ্গাধর ও গঙ্গা লহরী কাব্য রচয়িতা জগন্নাথ পন্ডিত, পাদশাহনামা রচয়িতা আব্দুল হামিদ লাহোরী এবং সঙ্গীতজ্ঞ সুখসেন তাঁর রাজসভা অলংকৃত করতেন।

২৩৯. শাহজাহান তার সাম্রাজ্য কে কয়টি সুবায় বিভক্ত করেন?
উঃ ২২ টি

২৪০. কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্য নীতি ও দাক্ষিণাত্য বিজয়ের জন্য বিখ্যাত?
উঃ শাহজাহান।

২৪১. শাহজাহানের পত্নী মমতাজ মহল কত সালে মারা যান?
উঃ ১৬৩১ সালে।

২৪২. শাহজাহান আসাম রাজ্যটি জয় করেছিলেন কোন জাতিকে পরাস্ত করে?
উঃ অহম জাতি।

২৪৩. শাহজাহানের দরবারে কোন দুই ফরাসি পর্যটক আসেন?
উঃ বার্নিয়ের ও ট্রেভার্নিয়ের।

২৪৪. ইতালি থেকে কোন কোন পর্যটক শাহজাহানের রাজত্বকালে আসেন?
উঃ নিকলো কন্ঠী, মানুচি ও পিটার মান্ডি।

২৪৫. শাহজাহানের রাজত্বকালে যে দুর্ভিক্ষ হয়েছিল তার বর্ণনা রয়েছে কোন পর্যটকের বর্ণনায়?
উঃ পিটার মান্ডির বর্ণনায়।

২৪৬. কত সালে ময়ূর সিংহাসনটি তৈরি হয়?
উঃ ১৬৩৭ সালে?

২৪৭. শাহজাহান কে কোথায় সমাধিস্থ করা হয়?
উঃ আগ্রাতে।

২৪৮. সিংহাসন অধিকারের জন্য শাহজাহান কোন দুই ভাইকে হত্যা করেছিলেন?
উঃ খসরু ও পারভেজকে।

২৪৯. শাহজাহান বাংলাদেশের কোন পর্তুগিজ কেন্দ্র অধিকার করেন?
উঃ হুগলী (১৬৩২ খ্রিস্টাব্দে)।

২৫০. শাহজাহান মধ্য এশিয়ার কোন দুই অঞ্চল অধিকার করতে চেয়েছিলেন?
উঃ বলখ ও বাদকশান।

২৫১. যখন গোলকুণ্ডা ও বিজাপুর মুঘল সাম্রাজ্যভুক্ত হয় তখন তাদের সুলতান কারা ছিলেন?
উঃ গোলকুণ্ডার সুলতান ছিলেন কুতুব শাহ ও বিজাপুরের সুলতান ছিলেন আদিল শাহ।

২৫২. আকবর কর্তৃক রদ হওয়া কোন কর শাহজাহান পুনরায় প্রবর্তন করেন?
উঃ অমুসলমানদের দেয় তীর্থ কর।

২৫৩. দরবারে কোন দুই প্রথা সাহজাহান প্রবর্তন করেন?
উঃ সিজদা ও পাইবস প্রথা।

২৫৪. সম্রাট শাহজাহানের কজন পুত্র ছিলেন?
উঃ চারজন। দারা, সুজা, ঔরঙ্গজেব ও মুরাদ।

২৫৫. সম্রাট শাহজাহানের প্রিয় পুত্র বা প্রিয় পাত্র কে ছিলেন?
উঃ দারা।

২৫৬. শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোথাকার শাসনকর্তা ছিলেন?
উঃ গুজরাট।

২৫৭. অসুস্থ অবস্থায় শাহজাহান কাকে সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করেন?
উঃ দারা কে।

২৫৮. শাহজাহানের তৃতীয় পুত্র ওরঙ্গজেব কোথাকার শাসনকর্তা ছিলেন?
উঃ দাক্ষিণাত্যের।

২৫৯. আওরঙজেব কত খ্রিস্টাব্দে শাহজাহান কে বন্দী করেন?
উঃ ১৬৫৮ খ্রিস্টাব্দে।

২৬০. কোথায় ও কত সালে শাহজাহানের মৃত্যু হয়?
উঃ ১৬৬৬ সালে আগ্রা দুর্গে।

Sharing Is Caring:

Leave a Comment