ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য

জাহাঙ্গীর

১৪৬. আকবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ জাহাঙ্গীর।

১৪৭. তিনি কোন উপাধি ধারণ করেছিলেন?
উঃ নুরউদ্দিন মহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী।

১৪৮. মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট কে ছিলেন?
উঃ জাহাঙ্গীর।

১৪৯. তিনি কত দিন রাজত্ব করেন?
উঃ ১৬০৫ সাল থেকে ১৬২৭ সাল পর্যন্ত।

১৫০. ফারসি ভাষায় জাহাঙ্গীর শব্দের অর্থ কি?
উঃ বিশ্বের বিজয়ী বা বিশ্ববিজয়ী বা পৃথিবীর মালিক।

১৫১. কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজ্যভিষেক হয়?
উঃ ১৬০৫ খ্রিস্টাব্দে ২৪ শে অক্টোবর।

১৫২. কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের জন্ম হয়?
উঃ ১৫৬৯ খ্রিস্টাব্দের ৩০ শে আগস্ট ফতেপুর সিক্রিতে।

১৫৩. জাহাঙ্গীরের প্রকৃত নাম কি?
উঃ সেলিম।

১৫৪. সিংহাসনে বসে জাহাঙ্গীর প্রথম কোন কোন কাজ গুলি করেছিলেন?
উঃ সিংহাসনে বসে তিনি প্রথমে কতকগুলি উদারনৈতিক আইন প্রণয়ন করেন। যথা……. ১. তিনি বিশেষ বাণিজ্য শুল্ক ও নদীপথে বাহিত পণ্যের উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেন।
২. পশু হত্যা নিষিদ্ধ করেন।
৩. বণিকদের অনুমতি ছাড়া তাদের পণ্যে রাজকর্মচারীদের হস্তক্ষেপ নিষিদ্ধ করেন।
৪. বিচার প্রার্থীদের সুবিধার জন্য তিনি ঘন্টাযুক্ত ৩০ গজ লম্বা একটি সোনার শিকল আগ্রার দুর্গ থেকে যমুনার তীর পর্যন্ত ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেন, যাতে বিচারপ্রার্থীরা সরাসরি সম্রাটের কাছে হাজির হতে পারে।

১৫৫. জাহাঙ্গীরের পত্নীর নাম কি?
উঃ নুরজাহান।

১৫৬. নুরজাহান কথাটির অর্থ কি?
উঃ জগতের আলো।

১৫৭. নুরজাহানের পূর্ব নাম কি?
উঃ মেহের উন্নিসা।

১৫৮. কত খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মেহের উন্নিসাকে কে বিবাহ করেন?
উঃ ১৬১১ খ্রিস্টাব্দে।

১৫৯. জাহাঙ্গীরের রাজসভায় প্রথম কোন ইংরেজ দূত আসেন?
উঃ ক্যাপ্টেন হকিন্স। (১৬০৮ খ্রিস্টাব্দে )

১৬০. কার সুপারিশসে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসেন?
উঃ ইংল্যান্ডে রাজ প্রথম জেমস এর সুপারিশে।

১৬১. ১৬১৫ খ্রিস্টাব্দে প্রথম জেমস এর দূত হিসেবে কে জাহাঙ্গীরের দরবারে আসেন?
উঃ স্যার টমাস রো।

১৬২. মেবারের কোন রানা জাহাঙ্গীরের বশ্যতা স্বীকার করেন?
উঃ অমর সিংহ (১৬১৫ খ্রিস্টাব্দে)।

১৬৩. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি?
উঃ তুজুক-ই-জাহাঙ্গীরী।

১৬৪. শালিমার গার্ডেন কার সময়ে তৈরি হয়?
উঃ জাহাঙ্গীর।

১৬৫. কোন মনীষীর প্রভাবে জাহাঙ্গীর ইসলাম ধর্মে বিশ্বাসী হন?
উঃ আহম্মদ সিরহিন্দি।

১৬৬. পাদশাহ বেগম নামে পরিচিত কে?
উঃ নুরজাহান।

১৬৭. জাহাঙ্গীর কোথায় শালিমার বাগ উদ্যানটি নির্মাণ করেছিলেন?
উঃ জম্মু-কাশ্মীর।

১৬৮. জাহাঙ্গীর প্রথম কোথায় ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন?
উঃ সুরাট।

১৬৯. জাহাঙ্গীর ১৬১৭ সালে খুররমের র নেতৃত্বে কোন স্থানটি দখল করেছিলেন?
উঃ আহমেদ নগর।

১৭০. তুজুক ই জাহাঙ্গীরী কোন ভাষায় রচিত?
উঃ তুর্কী ভাষায়।

১৭১. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে মৃত্যুদণ্ড দিয়েছিলেন?
উঃ পঞ্চম শিখ গুরু অর্জুন দেব।

১৭২. মতি মসজিদ কে নির্মাণ করেন ও কোথায়?
উঃ জাহাঙ্গীর লাহোরে।

১৭৩. কাকে সাহায্য করার জন্য জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন?
উঃ খসরু কে।

১৭৪. সাম্রাজ্য কে কয়টি প্রদেশে ভাগ করেছিলেন?
উঃ ১২ টি।

১৭৫. কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয়?
উঃ ১৬২৭ খ্রিস্টাব্দে ২৮ শে অক্টোবর কাশ্মীরে।

১৭৬. জাহাঙ্গীরকে কোথায় সমাধিস্থ করা হয়?
উঃ লাহোরে।

১৭৭. জাহাঙ্গীর কোন শিখ গুরুকে ১২ বছর বন্দী রাখার নির্দেশ দিয়েছিলেন?
উঃ গুরু হরগোবিন্দ কে।

১৭৮. জাহাঙ্গীরের চার পুত্রের নাম কি?
উঃ শাহরিয়ার, খসরু, খুররম ও পারভেজ।

১৭৯. জাহাঙ্গীর এর বিরুদ্ধে তার পুত্র খসরু কত খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করেন?
উঃ ১৬০৬ খ্রিস্টাব্দে।

১৮০. শাহজাহান কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন খ্রিস্টাব্দে?
উঃ ১৬২২ খ্রিস্টাব্দে।

১৮১. শের আফগান কে ছিলেন?
উঃ জাহাঙ্গীরের রাজত্বকালে আলী কুলী বেগ নামক এক পারসিক কর্মচারী পরিচিত ছিল শের আফগান নামে। জাহাঙ্গীর কর্তৃক তিনি বর্ধমানের জায়গিরদার নিযুক্ত হন এবং শের আফগান উপাধি লাভ করেন। এই আলি কুলি বেগের স্ত্রী ছিলেন মেহেরউন্নিসা।

১৮২. ডক্টর স্মিথ কাকে সিংহাসনের পশ্চাতে প্রকৃত শক্তি(power behind the throne )বলে অভিহিত করেছেন?
উঃ মেহেরউন্নিসা কে।

১৮৩. জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী কারা ছিলেন?
উঃ করুক বেগ, মহম্মদ নাদির, মহম্মদ মুরাদ, বিষেন দাস, কেশব ও মনোহর।

১৮৪. জাহাঙ্গীরের সময় ইতিমাদ উদ দৌলার সমাধি নির্মাণ করেন কে?
উঃ নুরজাহান।

১৮৫. মূঘল চিত্রশিল্প কার আমলে বেশি জনপ্রিয় হয়েছিল?
উঃ জাহাঙ্গীরের আমলে।

১৮৬. ফতেপুর সিক্রি ও আগ্রার মাঝে সেকেন্দ্রা নামক স্থানে আকবরের সমাধিক কার আমলে নির্মিত হয়?
উঃ জাহাঙ্গীরের আমলে।

১৮৭. কার সময়ে সাদা মার্বেল প্রাথমিক নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হতে শুরু করে?
উঃ জাহাঙ্গীরের আমলে।

Sharing Is Caring:

Leave a Comment