ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য

হুমায়ুন

২৬. মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন।

২৭. কত খ্রিস্টাব্দে হুমায়ুনের জন্ম হয় এবং কোথায়?
উঃ ১৫০৮ খ্রিস্টাব্দে, কাবুল বর্তমান আফগানিস্তানে হুমায়ুনের জন্ম।

২৮. কত খ্রিস্টাব্দে হুমায়ুনের রাজ্যভিষেক হয়?
উঃ ১৫৩০ খ্রিস্টাব্দে (আগ্রায়)।

২৯. মুঘল সম্রাট দুই দফায় রাজত্ব করেছিলেন?
উঃ হুমায়ুন (১৫৩০-১৫৪০) ও (১৫৫৫-১৫৫৬)।

৩০. হুমায়ুন কথার অর্থ কি?
উঃ ভাগ্যবান।

৩১. হুমায়ূনের তিন ভ্রাতার নাম কি?
উঃ কামরান, হিন্দাল ও আশকারি।

৩২. কত সালে হুমায়ুন বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গ দখল করেন?
উঃ ১৫৩১ খ্রিস্টাব্দে। ( কালিঞ্জর দুর্গের হিন্দু অধিপতি প্রতাপ রুদ্রকে পরাজিত করে)।

৩৩. কত খ্রিস্টাব্দে ও কাদের বিরুদ্ধে হুমায়ুন দাদরার যুদ্ধে অবতীর্ণ হন?
উঃ ১৫৩২ খ্রিস্টাব্দে মামুদ লোদি ও তাঁর অনুগামী আফগানদের বিরুদ্ধে হুমায়ুন দাদারর যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে হুমায়ুন আফগানদের পরাজিত করেন।

৩৪. কত খ্রিস্টাব্দে হুমায়ুন চুনার দুর্গটি দখল করেন?
উঃ ১৫৩৭ খ্রিস্টাব্দে।

৩৫. কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়?
উঃ ১৫৩৯ খ্রিস্টাব্দে বক্সারের কাছে চৌসা নামক স্থানে হুমায়ুন ও সের খাঁর মধ্যে যে যুদ্ধ হয়, ইতিহাসে এই যুদ্ধে চৌসার যুদ্ধ নামে পরিচিত।

৩৬. চৌসার যুদ্ধের ফল কি হয়েছিল?
উঃ শের খাঁর কাছে সমগ্র মুঘল বাহিনী বিধ্বস্ত হয় এবং হুমায়ুন কোনক্রমে প্রাণ বাঁচিয়ে আগ্রায় ফিরে আসেন। এই যুদ্ধে জয় লাভের ফলে সমগ্র বাংলা, বিহার, জৌনপুর ও কনৌজ-এ শের খাঁর আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

৩৭. চৌসার যুদ্ধে জয়লাভের পর শের খাঁ কি উপাধি ধারণ করেছিলেন?
উঃ শেরশাহ।

৩৮. ‘খুৎবা’ পাঠের নির্দেশ কে দেন?
উঃ শেরশাহ

৩৯. কনৌজ বা বিল গ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের তাৎপর্য কি?
উঃ ১৫৪০ খ্রিস্টাব্দে শের খাঁ ও হুমায়ুনের মধ্যে কনৌজ বা বিল গ্রামের যুদ্ধ হয়েছিল।

এই যুদ্ধে হুমায়ুন সম্পূর্ণভাবে পরাজিত হয়ে কোন রকমে প্রাণ নিয়ে পলায়ন করেন। শেষ পর্যন্ত তিনি পারস্যে আশ্রয় গ্রহণ করেন। শেরশাহ দিল্লি, আগ্রা, ও জৌনপুর অধিকার করেন। এর ফলে দিল্লিতে মুঘল শাসনের অবসান হয় ও ভারতে পুনরায় আফগান প্রভুত্ব স্থাপিত হয়। শেরশাহ দিল্লিকে তার রাজধানীতে পরিণত করেন।

৪০. হুমায়ুন কোন যুদ্ধে এবং কাকে পরাজিত করে দিল্লি সিংহাসন পুনর্দখল করেন?
উঃ ১৫৪০ খ্রিস্টাব্দে শেরশাহ কনৌজ বা বিল গ্রামের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়ে পারস্যে পালিয়ে গেলেও ১৫ বছর পর অর্থাৎ ১৫৫৫ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি শিরহিন্দের যুদ্ধে আফগান শাসক সিকান্দার সুরকে পরাজিত করে দিল্লি ও আগ্রা অধিকার করেন এবং দিল্লিতে পুনরায় মুঘল শাসন প্রবর্তন করেন।

৪১. কার সহায়তায় হুমায়ুন সিকান্দার শূরকে পরাজিত করেন?
উঃ বৈরাম খাঁ।

৪২. কত খ্রিস্টাব্দে হুমায়ুন পেশোয়ার দখল করেন?
উঃ ১৫৫৪ খ্রিস্টাব্দে।

৪৩. কত খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যু হয়?
উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।

৪৪. হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়?
উঃ সিঁড়ি থেকে পড়ে গিয়ে।

৪৫. হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতির নাম কি?
উঃ বৈরাম খাঁ।

৪৬. হুমায়ুননামা কে রচনা করেন?
উঃ গুলবদন বেগম।

৪৭. তারিখ-ই-হুমায়ুনী কার লেখা?
উঃ জহর আফতাচি।

৪৮. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?
উঃ দিল্লি।

Sharing Is Caring:

Leave a Comment