ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. কে কবে ‘অস্ত্র আইন’ পাস করেন?
উঃ লর্ড লিটন, ১৮৭৮ খ্রিস্টাব্দে।

২. ‘পথের দাবী’ কে রচনা করেন?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৩. ‘দেশীয় ভাষা সংবাদপত্র আইন’ কে কবে পাস করেন?
উঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে, লর্ড লিটন।

৪. ‘বেঙ্গলি’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৫. ‘ভারত সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?এর প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ ১৮৭৬ খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৬. জাতীয় কংগ্রেস কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ খ্রিস্টাব্দে বোম্বাইতে।

৭. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?
উঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

৮. কাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়?
উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম কে।

৯. দাদাভাই নওরোজি লিখিত ভারতের অর্থনীতি সংক্রান্ত গ্রন্থটির নাম কি?
উঃ ‘Poverty and Un-British Rule in India’।

১০. রমেশচন্দ্র দত্ত লিখিত ভারতের অর্থনীতি সংক্রান্ত গ্রন্থ টির নাম কি?
উঃ ‘ভারতের অর্থনৈতিক ইতিহাস’।

১১. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?
উঃ বোম্বাইতে।

১২. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ ডাফরিন।

১৩. ‘A Policy of 3 Ps’ – এর তিনটি P কি কি?
উঃ Pray, Please ও Protest।

১৪. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ সতীশচন্দ্র বসু।

১৫. শিবাজী উৎসব কে কবে কোথায় শুরু করেন?
উঃ তিলক, ১৮৯৫ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে।

১৬. বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়?
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দ থেকে।

১৭. সুরাট বিচ্ছেদ কবে হয়?
উঃ ১৯০৭ খ্রিস্টাব্দে।

১৮. শ্যামজি কৃষ্ণ বর্মা কে?
উঃ শ্যামজি কৃষ্ণ বর্মা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অধ্যাপক ও প্রবাসী ভারতীয়, পশ্চিম ভারতের কচ্ছ প্রদেশের অধিবাসী এবং স্বামী দয়ানন্দ ও তিলকের আদর্শ অনুপ্রাণিত।

১৯. মাদাম কামা কে?
উঃ বিপ্লবী আন্দোলনের ইতিহাসের শ্যামজি কৃষ্ণ বর্মা-র অন্যতম ঘনিষ্ঠ সহকর্মী ধনী পারসি মহিলা মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা নামে পরিচিত।

২০. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
উঃ মাদাম কামা কে?

২১. বঙ্গভঙ্গের কালে দুটি বিখ্যাত সংবাদপত্রের নাম লেখ?
উঃ সঞ্জীবনী ও বেঙ্গলি।

২২. অরবিন্দ ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উঃ বন্দেমাতরম পত্রিকা-র।

২৩. স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি?
উঃ বালগঙ্গাধর তিলক।

২৪. মরলে মিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়?
উঃ ১৯০৯ খ্রিস্টাব্দে।

২৫. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়?
উঃ ১৯১১ খ্রিস্টাব্দে।

Sharing Is Caring:

Leave a Comment