ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. বাংলায় প্রথম কবে কোথায় রেলপথ নির্মিত হয়?
উঃ ১৮৫৪ খ্রিস্টাব্দে হাওড়া থেকে পান্ডুয়া।

২. ভারতের পাটকল প্রথম কবে কোথায় নির্মিত হয়?
উঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে রিষড়ায়।

৩. টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি কে কবে স্থাপন করেন?
উঃ জামশেদজি টাটা এবং দোরাবজি টাটা, ১৯০৭ খ্রিস্টাব্দে, ঝাড়খণ্ডের জামশেদপুরে।

৪. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে।

৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে?
উঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

৬. স্যাডলার কমিশনের একজন ভারতীয় সদস্যের নাম কর?
উঃ স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

৭. বাংলায় প্রথম দুজন মহিলা স্নাতকের নাম কর?
উঃ চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

৮. কে ব্রহ্মানন্দ উপাধি পান?
উঃ কেশবচন্দ্র সেন।

৯. কে কবে ‘ভারতীয় ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন?
উঃ কেশবচন্দ্র সেন, ১৮৬৬ খ্রিস্টাব্দে।

১০. ‘নববিধান ব্রাহ্ম’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশবচন্দ্র সেন।

১১. ‘সাধারণ ব্রাহ্মসমাজ’ কবে প্রতিষ্ঠিত হয়? এর একজন প্রতিষ্ঠাতা নাম কর?
উঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে। শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু।

১২. ‘নব্য হিন্দু আন্দোলন’-এর দুজন নেতার নাম কর?
উঃ রাধাকান্ত দেব ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৩. বর্তমান ভারত কার রচনা?
উঃ বিবেকানন্দ।

১৪. কে কবে ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৯৭ খ্রিস্টাব্দে, বিবেকানন্দ।

১৫. কে কবে ‘প্রার্থনা সমাজ’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে,আত্মারাম পান্ডুরঙ্গ।

১৬. কে ‘আর্য সমাজ’ প্রতিষ্ঠা করেন?
উঃ দয়ানন্দ সরস্বতী।

১৭. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
উঃ স্যার সৈয়দ আহমেদ খান।

১৮. সত্যার্থ প্রকাশ কার রচনা?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

১৯. মেঘনাথবধ কাব্য কে রচনা করেন?
উঃ মধুসূদন দত্ত।

২০. আনন্দমঠ উপন্যাস কে রচনা করেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২১. নীলদর্পণ কার রচনা?
উঃ দীনবন্ধু মিত্র।

২২. বন্দেমাতরম সঙ্গীতটি কার রচনা?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৩. বন্দে মাতরম সংগীতটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উঃ আনন্দমঠ।

২৪. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

২৫. কে কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ বিল পাস করেন?
উঃ ১৮৭৬ খ্রিস্টাব্দে, লর্ড নর্থব্রুক।

Sharing Is Caring:

Leave a Comment