ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৩৫ খ্রিস্টাব্দে।

২. কোন বড়লাটের সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
উঃ উইলিয়াম বেন্টিঙ্ক।

৩. কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে।

৪. কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায় (১৮১৫ খ্রিস্টাব্দে)।

৫. কে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায়।

৬. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ উইলিয়াম বেন্টিঙ্ক।

৭. কোন সালে সতীদাহ প্রথার অবসান হয়?
উঃ ১৮২৯ খ্রিস্টাব্দে।

৮. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?
উঃ রামমোহন রায় কে।

৯. বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়?
উঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে।

১০. বিধবা বিবাহ আইন পাশের সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।

১১. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
উঃ হাজী শরীয়তুল্লা।

১২. ফরাজী কথার অর্থ কি?
উঃ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

১৩. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম করো?
উঃ সিধু ও কানু ভাতৃদ্বয়।

১৪. ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল?
উঃ সাঁওতাল বিদ্রোহ।

১৫. কোল বিদ্রোহের দুজন নেতার নাম করো?
উঃ বুদ্ধ ভগৎ জোয়া ভগৎ।

১৬. মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ কে ছিলেন?
উঃ বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ।

১৭. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ বড়লাট লর্ড ক্যানিং।

১৮. মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়?
উঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে।

১৯. ভারতে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে?
উঃ ১৮৫৮ সালের ভারত শাসন আইন অনুসারে।

২০. কোন বড়লাটের আমলে তৃতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ হয়?
উঃ লর্ড হেস্টিংস।

২১. ডুরান্ড লাইন কে চিহ্নিত করেন?
উঃ তৎকালীন ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ড।

২২. তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন টি কোন ভাইসরয় প্রেরণ করেছিলেন?
উঃ লর্ড কার্জন।

২৩. ভারতে প্রথম কবে রেলপথ নির্মিত হয়?
উঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে।

২৪. ভারতের প্রথম কোথায় রেলপথ চালু হয়?
উঃ বোম্বে থেকে থানে।

২৫. কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়?
উঃ ডালহৌসি কে।

Sharing Is Caring:

Leave a Comment