১. বন্দীবাসের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়?
উঃ ফরাসি ও ইংরেজদের মধ্যে (১৭৫৬-৬৩ খ্রি:)।
২. স্যার আয়ার কূট কে ছিলেন?
উঃ তৃতীয় কর্নাটকের যুদ্ধে ইংরেজ সেনা নায়ক।
৩. আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে রবাট ক্লাইভ সিরাজ-উদ-দৌল্লার মধ্যে।
৪. পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুন সিরাজ-উদ-দৌলা ও রবার্ট ক্লাইভ এর মধ্যে।
৫. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উঃ ১৭৬৪ খ্রিস্টাব্দে।
৬. কে কবে কাকে দেওয়ানি দেন?
উঃ দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানী দান করেন।
৭. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল?
উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে।
৮. সলবই- এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ পেশোয়া ও ইংরেজদের(ওয়ারেন হেস্টিংস) মধ্যে ১৭৮২ খ্রিস্টাব্দে।
৯. কাদের মধ্যে বেসিনের সন্ধি সম্পাদিত হয়?
উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মধ্যে ১৮০২ খ্রিস্টাব্দে।
১০. কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
উঃ ওয়েলেসলি।
১১. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উঃ মহারাজা রঞ্জিত সিং ও ব্রিটিশদের মধ্যে।
১২. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ ডালহৌসি।
১৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে?
উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে।
১৪. ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মুঘল সম্রাট বা কে দেওয়ানির অধিকার দিয়েছিলেন?
উঃ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম।
১৫. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।
১৬. কে দ্বৈত শাসনের অবসান ঘটান?
উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।
১৭. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
১৮. কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
উঃ ১৭৯৩ খ্রিস্টাব্দে।
১৯. কে কবে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়াম এ।
২০. এশিয়াটিক সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
২১. কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৭৮০ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।
২২. কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৭৯১ খ্রিস্টাব্দে জোনাথান ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।
২৩. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রিস্টাব্দে।
২৪. কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রিস্টাব্দে।
২৫. কলকাতা সংস্কৃত কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮২৪ খ্রিস্টাব্দ (লর্ড আমহাস্ট)।