ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
উঃ আকবর ও মহারানা প্রতাপ এর মধ্যে (১৫৭৬)|

২. “দীন-ই-ইলাহী”-র প্রবর্তক কে?
উঃ আকবর।

৩. “আকবরনামা” গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল ফজল।

৪. “আইনী আকবরী” গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল ফজল।

৫. ইবাদৎ খানা কোথায় অবস্থিত?
উঃ ফতেপুর সিক্রি।

৬. আকবরের রাজসভার সর্বশ্রেষ্ঠ গায়ক কে ছিলেন?
উঃ তানসেন।

৭. মনসবদারী প্রথার প্রবর্তক কে?
উঃ আকবর।

৮. মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে?
উঃ শিবাজী।

৯. কোন বছর শিবাজীর অভিষেক হয়?
উঃ ১৬৭৪ খ্রিস্টাব্দে।

১০. পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়?
উঃ শিবাজী ও রাজা জয় সিংহের মধ্যে ১৬৬৫ খ্রিস্টাব্দে।

১১. ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়?
উঃ ১৭০৭ খ্রিস্টাব্দে।

১২. প্রথম শিখ গুরু কে ছিলেন?
উঃ গুরু নানক।

১৩. দশম শিখ গুরু কে ছিলেন?
উঃ গুরু গোবিন্দ সিং।

১৪. কে কলকাতা নগরীর পত্তন করেন?
উঃ জব চার্নক।

১৫. ফোর্ট উইলিয়ামের এই নামকরণ কেন হল?
উঃ ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সম্মানে দুর্গ টির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম।

১৬. ভাস্কো-ডা-গামা কোন বছর ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে।

১৭. বান্দা বৈরাগী কে ছিলেন?
উঃ খালসা বাহিনীর একজন সেনাপতি।

১৮. কোন সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উঃ ১৬০০ খ্রিস্টাব্দে।

১৯. সৈয়দ ভাতৃদ্বয় কাদের বলা হয়?
উঃ সৈয়দ আব্দুল্লাহ ও সৈয়দ হোসেন আলী খানকে।

২০. ১৭৩৯ সালে কে ভারত আক্রমণ করেন?
উঃ নাদির শাহ।

২১. নাদির শাহের আক্রমণকালে দিল্লির সিংহাসনে কে ছিলেন?
উঃ মহম্মদ শাহ।

২২. স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ মীর কামার উদ্দিন খান।

২৩. খালসা বাহিনীর প্রবর্তক কে?
উঃ গুরু গোবিন্দ সিং।

২৪. পানিপথের তৃতীয় যুদ্ধ কোন বছর সংঘটিত হয়?
উঃ ১৭৬১ খ্রিস্টাব্দে।

২৫. শিখদের শেষ গুরু কে ছিলেন?
উঃ গুরু গোবিন্দ সিং।

Sharing Is Caring:

Leave a Comment