ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গিয়াসউদ্দিন তুঘলক।

২. মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন?
উঃ ইবন বতুতা।

৩. কোন সুলতানের সময় তৈমুর লং ভারত আক্রমণ করেন?
উঃ নাসির উদ্দিন মাহমুদ শাহ।

৪. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ খিজির খাঁ।

৫. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বহুলল লোদী।

৬. লোদী বংশের শেষ সুলতান কে?
উঃ ইব্রাহিম লোদী।

৭. কে কবে ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন?
উঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৭)।

৮. হোসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ আলাউদ্দিন হোসেন শাহ।

৯. “নৃপতি-তিলক” কাকে বলা হত?
উঃ আলাউদ্দীন হোসেন শাহ কে।

১০. “বাংলার আকবর” কাকে বলা হত?
উঃ আলাউদ্দিন হোসেন শাহ কে।

১১. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ আলাউদ্দিন বাহমন শাহ।

১২. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ হরিহর ও বুক্ক।

১৩. তালিকোঠার যুদ্ধ কবে শুরু হয়?
উঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে।

১৪. কাশ্মীরের আকবর কাকে বলা হত?
উঃ জয়নাল আবেদিন কে।

১৫. শিখদের প্রথম গুরুর নাম কি?
উঃ নানক।

১৬. শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি?
উঃ গ্রন্থসাহেব।

১৭. গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে?
উঃ শ্রীচৈতন্য।

১৮. চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ খাজা মইনুদ্দিন চিশতি।

১৯. “তুজুক-ই-বাবরি” বা “বাবরনামা” গ্রন্থের লেখক কে?
উঃ বাবর।

২০. ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ বাবর।

২১. প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাবর ও ইব্রাহিম লোদী র মধ্যে।

২২. খানুয়ার যুদ্ধ কবে হয়?
উঃ ১৫২৭ খ্রিস্টাব্দে।

২৩. হুমায়ুন কথার অর্থ কি?
উঃ ভাগ্যবান।

২৪. চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
উঃ হুমায়ুন ও আফগান সম্রাট শের শাহ সুরি র মধ্যে চৌসার যুদ্ধ হয় ১৫৩৯ খ্রিস্টাব্দে।

২৫. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
উঃ আকবরের মুঘল বাহিনী ও হিমুর সেনাবাহিনীর মধ্যে ১৫৫৬ খ্রিস্টাব্দে।

Sharing Is Caring:

Leave a Comment