ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. পাল বংশের প্রথম রাজা কে?
উঃ গোপাল।

২. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সামন্ত সেন।

৩. সেন বংশের শেষ রাজা কে?
উঃ লক্ষণ সেন।

৪. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উঃ বল্লাল সেন।

৫. আইহোল প্রশস্তি কার রচনা?
উঃ রবিকীর্তি।

৬. পল্লব বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উঃ অপরাজিত বর্মন।

৭. কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমে রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল?
উঃ প্রথম নরসিংহ বর্মন।

৮. চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ প্রথম রাজেন্দ্র চোল।

৯. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উঃ বাঙালি বৌদ্ধ পন্ডিত।

১০. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন?
উঃ রামচরিত এর রচয়িতা।

১১. গীতগোবিন্দ লেখক কে?
উঃ জয়দেব।

১২. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?
উঃ পাল রাজা ধর্মপাল।

১৩. প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান।

১৪. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন?
উঃ মহম্মদ ঘোরী।

১৫. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ ১১৯২ খ্রিস্টাব্দে।

১৬. দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে?
উঃ কুতুব-উদ্দিন-আইবক।

১৭. দিল্লির সুলতানি শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১২০৬ খ্রিস্টাব্দে।

১৮. তাকে লাখবক্স বা লক্ষ দাতা বলা হত?
উঃ কুতুবউদ্দিন আইবক কে।

১৯. দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ ইলতুৎমিস।

২০. ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন?
উঃ রাজিয়া সুলতানা।

২১. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ জালাল উদ্দিন ফিরোজ খলজী।

২২. মালিক কাফুর কে ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজির সেনাপতি।

২৩. দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উঃ আলাউদ্দিন খলজী।

২৪. কাকে “ভারতের তোতাপাখি” বলা হয়?
উঃ আমীর খসরু।

২৫. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন?
উঃ আলাউদ্দিন খলজী।

Sharing Is Caring:

Leave a Comment