ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
উঃ হর্যঙ্ক বংশ।

২. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ মহাপদ্মনন্দ।

৩. আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন?
উঃ গ্রিক দেশের।

৪. নন্দ বংশের শেষ রাজার নাম কি?
উঃ ধননন্দ।

৫. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

৬. মেগাস্থিনিস কে ছিলেন?
উঃ গ্রিক দূত।

৭. ইন্ডিকা কার রচনা?
উঃ মেগাস্থিনিসের।

৮. অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ কৌটিল্য।

৯. সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি কে?
উঃ গৌতমিপুত্র সাতকর্ণী।

১০. নাসিক প্রশস্তি তে কোন সাতবাহন রাজার কীর্তি খোদিত আছে?
উঃ গৌতমী পুত্র সাতকর্ণী।

১১. বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ অশ্বঘোষ।

১২. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রথম চন্দ্রগুপ্ত।

১৩. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
উঃ সমুদ্রগুপ্ত।

১৪. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উঃ হরিষেন।

১৫. গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে আসেন?
উঃ ফা-হিয়েন।

১৬. ফা-হিয়েন কোন গুপ্ত রাজার আমলে এসেছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১৭. ফা-হিয়েন কে ছিলেন?
উঃ চৈনিক পরিব্রাজক।

১৮. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১৯. হর্ষবর্ধনের উপাধি কি ছিল?
উঃ শিলাদিত্য।

২০. ‘হর্ষচরিত’ এর রচয়িতা কে?
উঃ বানভট্ট।

২১. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন?
উঃ হিউয়েন সাঙ।

২২. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
উঃ শশাঙ্ক।

২৩. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসূবর্ণ।

২৪. কাকে “সকলোত্তরপথনাথ” বলা হত?
উঃ হর্ষবর্ধন কে।

২৫. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গোপাল।

Sharing Is Caring:

Leave a Comment