ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?
উঃ সুভাষচন্দ্র বসু

২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে।

৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ লিনলিথগো।

৪. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে।

৫. ক্রিস মিশনের প্রধান কে ছিলেন?
উঃ স্যার রিচার্ড স্ট্যাফোর্ড ক্রিপস।

৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ উইনস্টন চার্চিল।

৭. ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয়?
উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে।

৮. ভারত ছাড়ো আন্দোলন কোন বছর শুরু হয়?
উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে ৮ ই আগস্ট।

৯. কে ডাক দিয়েছিলেন “করেঙ্গে ইয়ে মরেঙ্গে”?
উঃ মহাত্মা গান্ধী।

১০. তাম্রলিপ্ত জাতীয় সরকারের দুজন নেতার নাম কর?
উঃ অজয় মুখোপাধ্যায় ও সুশীল কুমার ধারা।

১১. কে কবে কোথায় “আজাদ হিন্দ ফৌজ” গঠন করেন?
উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে রাসবিহারী বসু জাপানে।

১২. কে কবে কোথায় আজাদ হিন্দ সরকার” গঠন করেন?
উঃ ১৯৪৩ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে।

১৩. “দিল্লি চলো” কার আহ্বান?
উঃ সুভাষচন্দ্র বসু।

১৪. কবে কোথায় নৌ বিদ্রোহ শুরু হয়?
উঃ ১৯৪৬ সালে, বোম্বেতে।

১৫. নৌ-বিদ্রোহের সময় কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন?
উঃ উইন্সটন চার্চিল।

১৬. কে কবে “ওয়াভেল পরিকল্পনা” পেশ করেন?
উঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে ১৪ই জুন ,বড়লাট লর্ড ওয়াভেল।

১৭. ক্যাবিনেট মিশনের সদস্যদের নাম কি?
উঃ স্যার প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও মি: এ. ভি. আলেকজান্ডার।

১৮. ”ক্যাবিনেট মিশন” (মন্ত্রী মিশন) কবে দিল্লিতে আসে?
উঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে।

১৯. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ ডক্টর রাজেন্দ্র প্রসাদ।

২০. ভারতীয় সংবিধান কবে প্রবর্তিত হয়?
উঃ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি।

২১. রাজ্য সভায় কে সভাপতিত্ব করেন?
উঃ উপরাষ্ট্রপতি।

২২. ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন?
উঃ উপরাষ্ট্রপতি।

২৩. ভারতীয় সংসদের নিন্মকক্ষের নাম কি?
উঃ লোকসভা।

২৪. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন?
উঃ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।

২৫. ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর?
উঃ ৫ বছর।

Sharing Is Caring:

Leave a Comment