ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১ . বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

২. এম. এন. রায় নামে কে পরিচিত?
উঃ মানবেন্দ্রনাথ রায়।

৩. কবে কোথায় “গদর দল” প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯১৩ খ্রিস্টাব্দে আমেরিকায়।

৪. “গদর দল” এর প্রতিষ্ঠাতা কে?
উঃ লালা হরদয়াল।

৫. লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯১৬ খ্রিস্টাব্দে, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।

৬. তিলক কবে কোথায় হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৬ খ্রিস্টাব্দে, পুনাতে।

৭. শ্রীমতী বেসান্ত কবে কোথায় হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৬ খ্রিস্টাব্দে মাদ্রাজ (বর্তমান চেন্নাই)।

৮. শ্রীমতী বেসান্ত প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখ?
উঃ নিউ ইন্ডিয়া ও কমন উইল।

৯. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে কোথায় হয়?
উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে পাঞ্জাবের অমৃতসরে ।

১০. স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২৩ খ্রিস্টাব্দে।

১১. স্বরাজ্য দলের দুজন প্রতিষ্ঠাতার নাম কর?
উঃ সি আর দাস এবং মতিলাল নেহেরু।

১২. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল?
উঃ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন।

১৩. সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
উঃ খান আব্দুল গফ্ফর খান কে।

১৪. গান্ধী আরউইন চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রিস্টাব্দে।

১৫. পুনা চুক্তি কবে কাদের মধ্যে সম্পন্ন হয়?
উঃ ১৯৩২ খ্রিস্টাব্দে ডঃ বি আর আম্বেদকর ও গান্ধীজীর মধ্যে।

১৬. “১৪ দফা দাবী”কে কোথায় উত্থাপন করেন?
উঃ মহম্মদ আলী জিন্নাহ।

১৭. কে কবে “সাম্প্রদায়িক বাঁটোয়ারা” নীতি ঘোষণা করেন?
উঃ ১৯৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড।

১৮. কে কবে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন?
উঃ বি পি ওয়াদিয়া ১৯১৮ খ্রিস্টাব্দে।

১৯. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২০ খ্রিস্টাব্দে।

২০. “হুইটলি কমিশন” কবে গঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রিস্টাব্দে।

২১. “মীরাট ষড়যন্ত্র মামলা” কবে শুরু হয়?
উঃ ১৯২৯ খ্রিস্টাব্দের ২০ শে মার্চ।

২২. ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কবে থেকে কার্যকর হয়?
উঃ ১৯৩৭ খ্রিস্টাব্দ থেকে।

২৩. বারদৌলি সত্যাগ্রহ কবে কোথায় ও কার নেতৃত্বে সংঘটিত হয়?
উঃ ১৯২৮ খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলি তালুকে শুরু হয় বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে।

২৪. হরিপুরা কংগ্রেস অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? এর সভাপতি কে ছিলেন?
উঃ ১৯৩৮ খ্রিস্টাব্দে, সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু।

২৫. ত্রিপুরি কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে।

Sharing Is Caring:

Leave a Comment