নমস্কার বন্ধুরা, বাংলা জিকে বুক ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গের সমস্ত রকম চাকরির পরীক্ষা গুলোতে এই পোস্টটি আপনাদের বিশেষভাবে সাহায্য করবে।
তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা……
১. কোন দেশকে “ক্ষুদ্রাকৃতি মহাদেশ” বলা হয়?
উঃ ভারতবর্ষকে।
২. কোন দেশকে “নৃতত্ত্বের জাদুঘর” বলা হয়?
উঃ ভারতকে।
৩. কোন দেশকে “বিশ্বের সারাংশ” বলা হয়?
উঃ ভারতবর্ষকে।
৪. ‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন?
উঃ কৌটিল্য।
৫. ‘হর্ষচরিত’ কে রচনা করেন?
উঃ বানভট্ট।
৬. ‘রামচরিত’ কার রচনা?
উঃ সন্ধ্যাকর নন্দী।
৭. কলহন রচিত গ্রন্থটির নাম কি? কোথাকার ইতিহাস জানতে বইটি সাহায্য করে?
উঃ রাজতরঙ্গিনী। কাশ্মীর।
৮. রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে?
উঃ কাশ্মীরের।
৯. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি?
উঃ ত্রিপিটক।
১০. ‘বুদ্ধচরিত’ রচয়িতা কে?
উঃ অশ্বঘোষ।
১১. ‘তহকক-ই-হিন্দ’ এর লেখক কে?
উঃ আল-বেরুনী।
১২. ‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন?
উঃ রবিকীর্তি।
১৩. ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেন?
উঃ হরিষেন।
১৪. ‘আইহোল প্রশস্তি ‘তে কোন রাজার কীর্তি বর্ণনা হয়েছে?
উঃ চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী।
১৫. ‘নাসিক প্রশস্তি’ তে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে?
উঃ গৌতামিপুত্র সাতকর্নী।
১৬. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে?
উঃ কলহন।
১৭. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উঃ সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।
১৮. হরপ্পা কোথায় অবস্থিত?
উঃ পাঞ্জাবের মন্টেগোমারি জেলার ইরাবতী বা রাভী নদীর তীরে।
১৯. আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উঃ ঋকবেদ।
২০. বিশ্বের প্রাচীনতম বন্দর ও পোতাশ্রয় কোনটি?
উঃ লোথাল।
২১. ‘নিষ্ক’ কি?
উঃ স্বর্ণমুদ্রা।
২২. প্রথম জৈন তীর্থঙ্কর কে?
উঃ ঋষভদেব।
২৩. শেষ জৈন তীর্থঙ্কর কে?
উঃ মহাবীর।
২৪. জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন?
উঃ পার্শ্বনাথ।
২৫. ত্রিপিটক কোন ভাষায় লেখা?
উঃ পালি ভাষায়।