নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় “জিএসটি” সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এক লাইনের কারেন্ট অ্যাফেয়ার্স বা অর্থনীতির প্রশ্ন উত্তর হিসেবে দেওয়া হল। আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে।
🔘 কোন দেশ সর্বপ্রথম GST চালু করে ? ➟ ফ্রান্স
🔘 জিএসটির ফুল ফর্ম কি? পণ্য এবং পরিষেবা কর (Goods and Service Tax)
🔘 GST বিল এ কতগুলি indirect tax ও cess যুক্ত করা হয়েছে ? ➟ Indirect tax 17, Cess-23
🔘 ভারতে কোন দেশের আদলে GST চালু হয়েছে ? ➟ কানাডা
🔘 GST নম্বরের ডিজিট সংখ্যা কত ? ➟ 15
🔘 ভারতে কত ধরনের GST আছে ও কি কি ? ➟ তিন ধরনের ক) CGST খ) SGST গ) IGST
🔘 IGST এর সম্পূর্ণ নাম কি ? ➟ সংযুক্ত পণ্য এবং পরিষেবা কর (Integrated Goods and Service Tax)
🔘 জিএসটি চুরির অপরাধে কত বছর জেল হতে পারে ? ➟ 5
🔘 ভারতে কবে GST চালু হয় ? ➟ 2017 সালের 1 লা জুলাই
🔘 জিএসটি তে রাজ্যের ভাগ কত ? ➟ 2/3
🔘 কোন পণ্যগুলি GST র আওতার বাইরে রয়েছে ? ➟ পেট্রোল, মদ, বিদ্যুৎ
🔘 জিএসটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ➟ অমিতাভ বচ্চন
🔘 জিএসটি তে কেন্দ্রীয় ভাগ কত ? ➟ 1/3
🔘 বিল প্রয়োগ করার সময় GST কাউন্সিল এর চেয়ারম্যান কে ছিলেন ? ➟ প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি
🔘 কোন রাজ্যে সর্বশেষ GST বিল পাস হয় ? ➟ জম্মু কাশ্মীর
🔘 কোন সমিতি GST লাগু করার পদার্থে জিএসটি আসলে কি ? ➟ Indirect Tax
🔘 ভারতের কোন রাজ্যে সর্ব প্রথম GST বিল পাস হয় ? ➟ অসম
🔘 কোন দেশে ডাবল GST চালু আছে ? ➟ কানাডা, ভারত
🔘 GST Slab কয়টি ? ➟ 4%, 5%, 12%, 18%, 28%
🔘 কোন সমিতি GST লাগু করার পরামর্শ দিয়েছিল ? ➟ বিজয় কলকার সমিতি
🔘 জিএসটি তম অনুচ্ছেদে রয়েছে ? ➟ 269A
🔘 কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল যুক্ত করা হয়েছে ? ➟ 101
🔘 ভারতে জিএসটি বিল প্রথমবারে কোন রাজ্যে পারিত হয়েছিল? ➟ আসাম