নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা নবম পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….
লর্ড মিন্টো
১৯০৫ খ্রিস্টাব্দ থেকে ১৯১০ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন।
• সংবাদপত্র কার্যকরী আইন (১৯০৮ খ্রিস্টাব্দ)।
• সুরাট বিভাজন (১৯০৭ খ্রিস্টাব্দ)।
• প্রেস অ্যাক্ট পাশ (১৯১০ খ্রিস্টাব্দ)।
• ভারতীয় পরিষদ আইন (১৯০৯ খ্রিস্টাব্দ)।
• বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন।
• লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহকে গভর্নর জেনারেলর কাউন্সিলে সদস্য নিয়োগ করা হয়।
• ঢাকায় মুসলিম লীগের প্রতিষ্ঠা (১৯০৬ খ্রিস্টাব্দ)।
• মর্লে-মিন্টো সংস্কার আইন (১৯০৯ খ্রিস্টাব্দ)।
• স্বদেশী আন্দোলন (১৯০৫ খ্রিস্টাব্দ)।
• আলিপুর বোমা মামলা (১৯০৮ খ্রিস্টাব্দ)।
• কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তি প্রস্তর স্থাপন (১৯০৬ খ্রিস্টাব্দ)।
চার্লস হার্ডিঞ্জ
১৯১০ খ্রিস্টাব্দ থেকে ১৯১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
• বঙ্গভঙ্গ রদ (১৯১১ খ্রিস্টাব্দ)।
• ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর (১৯১১ খ্রিস্টাব্দ)।
• বাংলা একটি গভর্নর শাসিত প্রদেশে পরিণত হয়।
• বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আইন পাস ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
• হার্ডিঞ্জ ব্রিজ (১৯১৫ খ্রিস্টাব্দ)।
• পঞ্চম জর্জ ও রানী মেরীর ভারত আগমন (১৯১১ খ্রিস্টাব্দ)।
• স্যাডলার কমিশন নিয়োগ (১৯১৬ খ্রিস্টাব্দ)।
• প্রথম বিশ্বযুদ্ধের সূচনা (১৯১৪ খ্রিস্টাব্দ)।
• কোমাগাতামারুর ঘটনা (১৯১৪ খ্রিস্টাব্দ)।
• চার্লস হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ (১৯১২ খ্রিস্টাব্দ)।
• ভারতীয় ফৌজদারি আইন সংশোধন (১৯১৩ খ্রিস্টাব্দ)।
• বিহারও উড়িষ্যা দুটি আলাদা রাজ্যের সৃষ্টি (১৯১১ খ্রিস্টাব্দ)।
• গোপালকৃষ্ণ গোখলের মৃত্যু ও মদনমোহন মালব্যের হিন্দু মহাসভা গঠন (১৯১৫ খ্রিস্টাব্দ)।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. লর্ড কার্জনের পর ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন কে?
উঃ লর্ড মিন্টো।
২. ভারতের সাম্প্রদায়িক নির্বাচনের জনক হিসেবে পরিচিত কোন ভাইসরয়?
উঃ লর্ড মিন্টো।
৩. ১৯০৯ সালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মিন্টো।
৪. কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড মিন্টো।
৫. কোন ভাইসরয়ের আমলে ঢাকায় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়?
উঃ লর্ড মিন্টো।
৬. মর্লে মিন্টো সংস্কার আইন পাশ হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড মিন্টো।
৭. ভাইসরয়ের আমলে সুরাট বিভাজন সংঘটিত হয়?
উঃ লর্ড মিন্টো।
৮. আলিপুর বোমা মামলা ঘটনা কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মিন্টো।
৯. ভাইসরয় লর্ড মিন্টোর আমলে কোন ভারতীয় কে গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ করা হয়?
উঃ লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ কে।
১০. কোন ভাইসরয়ের আমলে সংবাদপত্র কার্যকরী আইন পাশ হয়?
উঃ লর্ড মিন্টো।
১১. ভারতীয় পরিষদ আইন পাস হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড মিন্টো।
১২. স্বদেশী আন্দোলন ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মিন্টো।
১৩. লর্ড মিন্টোর পর ভারতের ভাইসরয় কে হন?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
১৪. কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
১৫.কোন ভাইসরয়ের আমলে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
১৬. বিহার ও উড়িষ্যা দুটি আলাদা রাজ্যের সৃষ্টি হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
১৭. কোন ভাইসরয়ের আমলে বাংলা একটি গভর্নর শাসিত প্রদেশে পরিণত হয়?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
১৮. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
১৯.চার্লস হার্ডিঞ্জ এর রাজত্বকালে কোন মহান দুইজন ব্যক্তির ভারত আগমন ঘটে?
উঃ রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি।
২০. প্রথম বিশ্বযুদ্ধের যখন সূচনা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
২২. কোমাগাতামারুর ঘটনা কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
২৩. স্যাডলার কমিশন নিয়োগ হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
২৪. মদনমোহন মালব্য কর্তৃক হিন্দু মহাসভা গঠনকালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চার্লস হার্ডিঞ্জ।
২৫. চার্লস হার্ডিঞ্জ এর সময়ে কোন মহান ব্যক্তির মৃত্যু হয়?
উঃ গোপালকৃষ্ণ গোখলে।
২৬. ১৯২২ খ্রিস্টাব্দে বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করেন কে?
উঃ বসন্ত বিশ্বাস।
পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে
পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩ | পর্ব ৪ |
পর্ব ৫ | পর্ব ৬ | পর্ব ৭ | পর্ব ৮ |
পর্ব ৯ | পর্ব ১০ | পর্ব ১১ | পর্ব ১২ |
পর্ব ১৩ |