ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-৬

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

লর্ড ক্যানিং

১৮৫৬ খ্রিস্টাব্দে থেকে ১৮৫৮ খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৮৬২ খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় হিসেবে ও দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয়শেষ গভর্নর জেনারেল

• বিধবা পুনর্বিবাহ আইন।
• উত্তর-পশ্চিম প্রদেশে দুর্ভিক্ষ (১৮৬১ খ্রিস্টাব্দ )।
• কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৮৫৭ খ্রিস্টাব্দ )।
• সিপাহী বিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ )।
• ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট (১৮৬১ খ্রিস্টাব্দ)।
• স্বত্ববিলোপ নীতি বাতিল।
• নীল বিদ্রোহ (১৮৫৯ খ্রিস্টাব্দ )।
• ক্রিমিনাল বা ফৌজদারি আইন ও হাইকোর্ট আইন পাস (১৮৬১ খ্রিস্টাব্দ)।
• কাগজের মুদ্রা প্রচলন (১৮৫৭ খ্রিস্টাব্দ)।
• পুলিশ সার্ভিস ও প্রথম বাজেট (১৮৬১ খ্রিস্টাব্দ )।
• পার্লামেন্টারি আইন পাস (১৮৫৮ খ্রিস্টাব্দ )।
• ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান।
• বাংলায় খাজনা আইন পাশ (১৮৫৯ খ্রিস্টাব্দ )।
• কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা (১৮৬২ খ্রিস্টাব্দ)।
• ফৌজদারি কার্য পরিচালনা বিধি (ক্রিমিনাল প্রসিডিউর কোড) প্রকাশিত হয়।
• মহারানীর ঘোষণাপত্র ও ভারত শাসন আইন (১৮৫৮ খ্রিস্টাব্দ)। এই আইন অনুসারে ভারতের গভর্নর জেনারেলের পদের বিলুপ্তি ঘটে এবং ভাইসরয় পদের সৃষ্টি হয়।

লর্ড মেয়ো

১৮৬৯ খ্রিস্টাব্দ থেকে ১৮৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন।

• কেন্দ্রীয় প্রাদেশিক অর্থব্যবস্থাকে আলাদা করেন (১৮৭০ খ্রিস্টাব্দ)।
• অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার।
• লবণ কর ও আয়কর বৃদ্ধি।
• অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ।
• রাজ্যে রেল ব্যবস্থার সূচনা।
• প্রথম আদমশুমারি (১৮৭১ খ্রি:)।
• কুকা বিদ্রোহ (১৮৭২ খ্রি:)।
• কৃষি ও বাণিজ্য বিভাগ সৃষ্টি।
• আজমীরে মেয়ো কলেজ প্রতিষ্ঠা।
• কাথিয়াওয়ারে রাজকোট কলেজ প্রতিষ্ঠা।
• স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা।
• আফগানিস্তানের বাফার স্টেটে পরিণত হওয়া।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


২. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


৩. কোন ভাইসরয় বিধবা পুনর্বিবাহ আইন চালু করেন?
উঃ লর্ড ক্যানিং।


৪. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


৫. আর্ল ও অর্ডার অফ বাথ উপাধি কাকে প্রদান করা হয়?
উঃ লর্ড ক্যানিং।


৬. ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


৭. লর্ড ক্যানিং এর আমলে কোন তিনটি স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উঃ কলকাতা,বোম্বাই ও মাদ্রাজে ১৮৫৭ খ্রিস্টাব্দে।


৮. স্বত্ববিলোপ নীতি বাতিল করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড ক্যানিং।


৯. কাগজের মুদ্রা প্রচলন হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ক্যানিং।


১০. বাংলায় খাজনা আইন পাশ হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ক্যানিং।


১১. কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ক্যানিং।


১২. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ক্যানিং।


১৩. নীল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


১৪. কোন গভর্নর জেনারেল এর আমলে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ হয়?
উঃ লর্ড ক্যানিং।


১৫. লর্ড ক্যানিং এর আমলে ১৮৫৮ খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন পাশ হয় তার মূল বক্তব্য কী ছিল?
উঃ এই আইন অনুসারে ভারতের গভর্নর জেনারেল পদের বিলুপ্তি ঘটে এবং ভাইসরয় পদের সৃষ্টি হয়।


১৬. ফৌজদারি কার্য পরিচালনা বিধি বা ক্রিমিনাল প্রসিডিউর কোড প্রকাশিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ক্যানিং।


১৭. ভারতে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


১৮. ১৮৬১ খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


১৯. ভারতের উত্তর-পশ্চিম প্রদেশের দুর্ভিক্ষের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।

২০. কোন আইন বলে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় গভর্নর জেনারেল হন?
উঃ ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।


২১. লর্ড ক্যানিংয়ের পর গভর্নর জেনারেল হিসেবে কে দায়িত্ব পালন করেন?
উঃ লর্ড মেয়ো।


২২. অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড মেয়ো।


২৩. রাজ্যে রেল ব্যবস্থা সুচনার সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মেয়ো।


২৪. কুকা বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মেয়ো।


২৫. কোন গভর্নর জেনারেল এর আমলে স্ট্যাটিসটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়?
উঃ লর্ড মেয়ো।


২৬. কোন গভর্নর জেনারেলের আমলে আফগানিস্তান বাফার স্টেটে পরিণত হয়?
উঃ লর্ড মেয়ো।


২৭. আজমীরে মেয়ো কলেজ ও কাথিয়াওয়ারে রাজকোট কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মেয়ো।

২৮. ভারতের ২০০ বছরের খ্রিস্টান শাসনের ইতিহাসে একজন মাত্র বড়লাট বিপ্লবীদের হাতে নিহত হয়েছিলেন, তিনি হলেন বড়লাট লর্ড মেয়ো।এই লর্ড মেয়োকে কে হত্যা করেন?
উঃ পোর্ট ব্লেয়ার জেলের দন্ডপ্রাপ্ত বিপ্লবী মোহাম্মদ শের আলী।


২৯. লর্ড মেয়োকে কোথায় হত্যা করা হয়েছিল?
উঃ পোর্ট ব্লেয়ার ১৮৭২ খ্রিস্টাব্দে।


৩০. লর্ড মেয়ো কে আন্দামান সফরের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন?
উঃ ১৮৭২ খ্রিস্টাব্দে আন্দামান দ্বীপপুঞ্জের সুপারিটেনডেন্ট জেনারেল স্টুয়ার্ট।

বাকি পর্বগুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment