ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-৪

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

উইলিয়াম বেন্টিক

১৮২৮ খ্রিস্টাব্দ থেকে ১৮৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮৩৩ খ্রিস্টাব্দ থেকে ১৮৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বেন্টিক হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল।

• সতীদাহ প্রথার বিলোপ (১৮২৯ খ্রিস্টাব্দ)।
• সরকারী ভাষা হিসেবে ইংরেজি ভাষার প্রবর্তন (১৮০৫ খ্রিস্টাব্দ)।
• রণজিৎ সিংহের সাথে চিরস্থায়ী মিত্রতা স্থাপন (১৮৩১ খ্রিস্টাব্দ)।
• মাদ্রাজে রায়তওয়ারী ব্যবস্থার প্রবর্তন।
• আদালত গুলিতে ফার্সির বদলে ইংরেজি ভাষার ব্যবহার।
• এলাহাবাদে সদর দেওয়ানী ও সদর নিজামত আদালত স্থাপন।
• আগ্রা প্রদেশ সৃষ্টি (১৮৩৪ খ্রিস্টাব্দ )।
• ভারতীয়দের বিচারক পদে নিয়োগ।
• কমিশনার নামে নতুন পদের সৃষ্টি।
• গঙ্গাসাগরের সন্তান বিসর্জন দেওয়া ও শিশু হত্যা রদ।
• ইন্ডিয়ান পেনাল কোড প্রতিষ্ঠা।
• চার্টার আইন (১৮৩৩ খ্রিস্টাব্দ )। এই আইন বলে বাংলার গভর্নর জেনারেল কে ভারতের গভর্নর জেনারেল বলে ঘোষণা করা হয়।
• কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা (১৮৩৫ খ্রি:)।
• বাট্টা প্রথার বিলোপ সাধন।
• কর্নেল স্লিম্যানের এর নেতৃত্বে ঠগী দস্যুদের দমন (১৮২৯-৩৫ খ্রি:)।
• জয়ন্তিয়া (১৮৩২ খ্রি:) ও কুর্গ দখল (১৮৩৪ খ্রি:)।

চার্লস মেটকাফ

১৮৩৫ খ্রিস্টাব্দ থেকে ১৮৩৬ খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত।

• লর্ড ওয়েলেসলী কর্তৃক ভারতীয় ছাপাখানার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেন।
• এডুকেশন রেগুলেশন বিল পাস হয়।
• ভারতীয়দের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন।
• সংবাদপত্রের স্বাধীনতা দান।

জর্জ অকল্যান্ড

১৮৩৬ খ্রিস্টাব্দ থেকে ১৮৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

• প্রথম-ইঙ্গ-আফগান যুদ্ধ (১৮৩৮-৪২ খ্রিস্টাব্দ)
• রঞ্জিৎ সিংহের মৃত্যু (১৮৩৯ খ্রিস্টাব্দ)।
•ত্রিশক্তি মৈত্রী চুক্তি (১৮৩৬ খ্রিস্টাব্দ)।
• উত্তর ভারতে দুর্ভিক্ষ (১৮৩৭ খ্রিস্টাব্দ)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


২. ব্রিটিশ ভারতের প্রথম সরকারি গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


৩. বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


৪. আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয়?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


৫. কার শাসনকাল সংস্কারের যুগ হিসেবে চিহ্নিত?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


৬. সতীদাহ প্রথার বিলোপ করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


৭. কোন আইন অনুসারে বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ ১৮২৯ খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি।


৮. কোন গভর্নর জেনারেলের আমলে আগ্রা প্রদেশ সৃষ্টি হয়?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


৯. কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১০. ১৮৩৩ খ্রিস্টাব্দে চার্টার আইন কোন গভর্নর জেনারেলের আমলে পাশ হয়?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১১. কোন আইন অনুসারে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়?
উঃ ১৮৩৩ খ্রি: সনদ আইন।


১২. বাট্টা প্রথার বিলোপ সাধন করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১৩. কোন গভর্নর জেনারেলের সঙ্গে রঞ্জিত সিংহের চিরস্থায়ী মিত্রতা চুক্তি স্বাক্ষর হয়?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১৪. কর্নেল স্লিম্যানের এর নেতৃত্বে ঠগী দস্যুদের দমন করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১৫. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতীয়দের বিচারক পদে নিয়োগ করা হয়?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১৬. আদালত গুলিতে ফার্সির বদলে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১৭. মেকলে মিনিট পাশ হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১৮. এলাহাবাদে সদর দেওয়ানী আদালত প্রতিষ্ঠা হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।


১৯. কোন গভর্নর জেনারেল কে লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস বলা হয়?
উঃ চার্লস মেটকাফ।


২০. এডুকেশন রেগুলেশন বিল পাস হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ চার্লস মেটকাফ।


২১. প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ জর্জ অকল্যান্ড।


২২. রঞ্জিত সিং এর মৃত্যুর সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ জর্জ অকল্যান্ড।


২৩. কোন গভর্নর জেনারেলের আমলে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ জর্জ অকল্যান্ড।


২৪. ত্রিশক্তি মৈত্রী চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ রঞ্জিৎ সিং, শাহ সুজা ও জর্জ অকল্যান্ড এর মধ্যে।


২৫. উত্তর ভারতের দুর্ভিক্ষ হয়েছিল কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ জর্জ অকল্যান্ড।

২৬. ভারতের গভর্নর জেনারেলদের মধ্যে ব্যর্থ গভর্নর জেনারেল কাকে বলা হয়?
উঃ জর্জ অকল্যান্ড।

বাকি পর্বগুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment