ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-২

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।

বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগের আলোচনায় আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব । আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

কর্ণওয়ালিস

১৭৮৬ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮০৫ খ্রিস্টাব্দের ৩০ শে জুলাই তিনি পুনরায় বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।১৮০৫ খ্রিস্টাব্দের ৫ই অক্টোবর দেশে ফেরার পথে তাঁর মৃত্যু হয়।

• দশশালা বন্দোবস্ত (১৭৯০ খ্রিস্টাব্দ)।
কোড কর্ণওয়ালিস প্রতিষ্ঠা বা ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন (১৭৯৩ খ্রিস্টাব্দ)।
• চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩ খ্রিস্টাব্দ)।
• এজেন্সি ব্যবস্থা (১৭৮৮ খ্রিস্টাব্দ )।
• তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ও শ্রীরঙ্গপত্তমের সন্ধি (১৭৯০-৯২ খ্রিস্টাব্দ)।
• টিপু সুলতানের পরাজয়।
•বোর্ড অব রেভিনিউ গঠন।
• বোর্ড অব ট্রেড গঠন।
• বারানসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা (১৭৯২ খ্রিস্টাব্দ)।
• নিজামত আদালত মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরন।
• বম্বে হেরাল্ড (১৭৮৯) ও বম্বে কুরিয়ার (১৭৯০) নামক পত্রিকা প্রকাশ।
• ঢাকা, মুর্শিদাবাদ,কলকাতা ও পাটনায় চারটি ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠা।
• নর হত্যা কে রাষ্ট্রীয় অপরাধ বলে ঘোষণা।
• নতুন পুলিশি ব্যবস্থার প্রবর্তন।
• সূর্যাস্ত আইন (১৭৯৩ খ্রিস্টাব্দ )।

ওয়েলেসলী

১৭৯৮ খ্রিস্টাব্দে থেকে ১৮০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

• অধীনতামূলক মিত্রতা (১৭৯৮ খ্রিস্টাব্দ)।
•চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৯৯ খ্রিস্টাব্দ )।
• সদাশির ও মলভেরীর যুদ্ধ।
• টিপু সুলতানের মৃত্যু (১৭৯৯ খ্রিস্টাব্দ )।
• মহীশূর রাজ্যের পতন।
• ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা (১৮০০ খ্রিস্টাব্দে )।
• ব্যারাকপুর গভর্নমেন্ট হাউস বা কান্ট্রি হাউস প্রতিষ্ঠা।
• ক্যালকাটা গভর্নমেন্ট হাউস (বর্তমান রাজভবন) প্রতিষ্ঠা (১৮০৩ খ্রিস্টাব্দে )।
• রামমোহন রায় কর্তৃক ‘তুহফাত-উল -মুহাহিদিন’ রচনা (১৮০৩ খ্রিস্টাব্দে)।
• বি টি রোড প্রতিষ্টা।
• দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ (১৮০৩ খ্রিস্টাব্দে )।
• ব্যারাকপুর পার্ক (বর্তমান মঙ্গল পান্ডে উদ্যান) প্রতিষ্ঠা (১৮০০ খ্রিস্টাব্দে)।
• রামরাম বসু কর্তৃক প্রতাপাদিত্য চরিত্র রচনা (১৮০১ খ্রিস্টাব্দে)।
• দ্বিতীয় বাজিরাও এর সাথে বেসিনের সন্ধি ও দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ (১৮০২ খ্রিস্টাব্দ )।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত কে?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


২. আধুনিক ভারতীয় শাসনতন্ত্রের ভিত্তি কে রচনা করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


৩. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


৪. সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


৫. বারাণসী সংস্কৃত কলেজ কার সময়ে প্রতিষ্ঠিত হয়?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


৬. তৃতীয় ইঙ্গ- মহীশূর যুদ্ধ কার আমলে সংঘঠিত হয়?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


৭. দশশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


৮. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কোন গভর্নর জেনারেলের আমলে হয়?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


৯. কোন আইন এর অধীনে কর্নওয়ালিস ফোর্ট উইলিয়মের গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উঃ ১৭৮৪ সালের পিট-এর ভারত আইন।


১০. ভারতে পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা কে ছিলেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


১১. লর্ড কর্ণওয়ালিস এর উপাধি কী ছিল?
উঃ মার্কুইস।


১২. ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর জেনারেল ভারতে মারা যান?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


১৩. লর্ড কর্ণওয়ালিস এর সমাধি কোথায় অবস্থিত?
উঃ উত্তর প্রদেশের গাজীপুরে।


১৪. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?
উঃ ওয়েলেসলী।


১৫. টিপু সুলতানের মৃত্যু হয় কোন গভর্নর জেনারেল এর আমলে?
উঃ ওয়েলেসলী।


১৬. ফোর্ট উইলিয়াম কলেজ কে কত খ্রিস্টাব্দে স্থাপন করেন?
উঃ ওয়েলেসলী, ১৮০০ খ্রিস্টাব্দে।


১৭. রবিবারকে সাপ্তাহিক সরকারি ছুটির দিন ঘোষণা করেন কে?
উঃ ওয়েলেসলী।


১৮. কত খ্রিস্টাব্দে ওয়েলেসলী অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
উঃ ১৭৯৮ খ্রিস্টাব্দে।


১৯. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল?
উঃ ওয়েলেসলী।


২০. লর্ড মনিংটন নামে পরিচিত কে?
উঃ ওয়েলেসলী।


২১. দ্বিতীয় আংলো মারাঠা যুদ্ধ কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল?
উঃ ওয়েলেসলী।


২২. বি টি রোড কে প্রতিষ্ঠা করেন?
উঃ ওয়েলেসলী।

পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment