ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-১৩

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা ত্রয়োদশ ও শেষ পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

লর্ড মাউন্টব্যাটেন

১৯৪৭ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি থেকে ১৯৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন পরাধীন ভারতবর্ষের শেষ ব্রিটিশ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল।

• ভারতের স্বাধীনতা আইন পাস (১৯৪৭ খ্রিস্টাব্দ)।
• মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা (১৯৪৭ খ্রিস্টাব্দ)।
• ১৯৪৭ খ্রি: ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভ।
• ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা লাভ।

চক্রবর্তী রাজা গোপালাচারী

১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

• ভারতকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা (১৯৫০ খ্রিস্টাব্দ)।
• ভারতীয় সংবিধানের কার্যকরিতা এবং ভাইসরয় পদের অবসান (১৯৫০ খ্রিস্টাব্দ)।
• নাথুরাম গডসের হাতে গান্ধীজি নিহত হন (১৯৪৮ খ্রিস্টাব্দ)।
• স্বাধীন ভারতের নতুন সংবিধান গৃহীত হয় (১৯৪৯ খ্রিস্টাব্দ)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


২. পরাধীন ভারতবর্ষের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


৩. ভারত ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


৪. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


৫. ভারতের স্বাধীনতা আইন পাস হয় কোন গভর্নর জেনারেল এর আমলে?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


৬. মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা হয় কত খ্রিস্টাব্দে?
উঃ ১৯৪৭ খ্রি:।


৭. পাকিস্থানের স্বাধীনতা লাভের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


৮. ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের সময় গভর্নর জেনারেল বা ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


৯. কোন গভর্নর জেনারেলের সময়ে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ বাদে?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।


১০. লর্ড মাউন্টব্যাটেন কতদিন পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের পদে আসীন ছিলেন?
উঃ ১৯৪৭ এর আগস্ট থেকে ১৯৪৮ এর জুন মাস পর্যন্ত।


১১. লর্ড মাউন্টব্যাটেন এর পর স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হিসেবে কে দায়িত্ব পালন করেন?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।


১২. স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।


১৩. ভারতকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।( ১৯৫০ খ্রি:)


১৪. ভাইসরয় পদের অবসান হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।( ১৯৫০ খ্রি:)


১৫. কোন গভর্নর জেনারেলের আমলে নাথুরাম গডসের হাতে গান্ধীজি নিহত হন?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।


১৬. স্বাধীন ভারতের নতুন সংবিধান গৃহীত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।


১৭. চক্রবর্তী রাজা গোপালাচারীকে কী নামে সম্বোধন করা হতো?
উঃ রাজাজী।

ইম্পরট্যান্ট নোট

  • প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস (ফোর্ট উইলিয়াম)
  • প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক (ভারত )
  • সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন (ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি)
  • সর্বশেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী (ভারত)
  • ভাইসরয় ও গভর্নর জেনারেল জেনারেল এর মধ্যে পার্থক্য কি?
    উঃ ভাইসরয় ছিলেন ইংল্যান্ডের রাজশক্তির প্রতিনিধি আর গভর্নর বা গভর্নর জেনারেল ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি।
  • ভাইসরয় কথাটির অর্থ কি?
    উঃ রাজপ্রতিনিধি।
  • নর্থব্রুক হল নামক ভবনটি কোথায় অবস্থিত?
    উঃ ঢাকায়।
  • কোন আইন বলে রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতীয় শাসনব্যবস্থা পরিচালনা করতে থাকেন এবং তিনি ‘ভাইসরয়’ উপাধিতে ভূষিত হন?
    উঃ ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।
  • ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন?
    উঃ সত্যেন্দ্র প্রসাদ সিনহা।
  • কোন আইনের দ্বারা ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়?
    উঃ গভারমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৮৫৮ খ্রিস্টাব্দ।

পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment