নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা একাদশ পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….
লর্ড আরউইন
১৯২৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে কাজ করেন।
• সাইমন কমিশনের ভারত আগমন (১৯২৮ খ্রিস্টাব্দ)।
• মতিলাল নেহেরু কর্তৃক নেহেরু রিপোর্ট প্রকাশ (১৯২৮ খ্রিস্টাব্দ)।
• ডান্ডি মার্চ অভিযান (১৯৩০ খ্রিস্টাব্দ)।
• আইন অমান্য আন্দোলন (১৯৩০ খ্রিস্টাব্দ)।
• গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি (১৯৩১ খ্রিস্টাব্দ)।
• প্রথম স্বাধীনতা দিবস পালন (১৯৩০ খ্রি: ২৬ শে জানুয়ারি)।
• নেহেরু রিপোর্ট পেস এবং হিন্দু মহাসভা ও মুসলিম লীগ কর্তৃক তা বাতিল (১৯২৮ খ্রিস্টাব্দ)।
• প্রথম গোল টেবিল বৈঠক (১৯৩০-৩১ খ্রিস্টাব্দ)।
• লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি (১৯২৯ খ্রিস্টাব্দ)।
• ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ (১৯২১ খ্রিস্টাব্দ)।
• বাটলার কমিটি নিয়োগ (১৯২৭ খ্রিস্টাব্দ)।
• দ্বিতীয় গোল টেবিল বৈঠক (১৯৩১ খ্রিস্টাব্দ)।
• মিরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯ খ্রিস্টাব্দ)।
• জিন্নার চৌদ্দ দফা দাবি পেশ (১৯২৯ খ্রিস্টাব্দ)।
• সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (১৯৩০ খ্রিস্টাব্দ)।
• প্রথম সারা ভারত যুব কংগ্রেস সম্মেলন (১৯২৮ খ্রিস্টাব্দ)।
• ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদে প্রতিষ্ঠিত হয় (১৯২৬ খ্রিস্টাব্দ)।
• সারদা আইন পাশ (১৯২৯ খ্রিস্টাব্দ)। [এই আইনে মেয়েদের বিবাহের বয়স ১৪ ও ছেলেদের ১৮ বছর করা হয়।]
লর্ড উইলিংডন
১৯৩১ খ্রিস্টাব্দ থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন।
• পুনা চুক্তি (১৯৩২ খ্রিস্টাব্দ)।
• দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠক (১৯৩১ ও ১৯৩২ খ্রিস্টাব্দ)।
• ভারত শাসন আইন (১৯৩৫ খ্রিস্টাব্দ)।
• সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি (১৯৩১ খ্রিস্টাব্দ)।
• দেরাদুনে ভারতীয় মিলিটারি একাডেমী প্রতিষ্ঠা (১৯৩২ খ্রিস্টাব্দ)।
• গান্ধীজিকে বন্দী করা হয় (১৯৩২ খ্রিস্টাব্দ)।
• আইন অমান্য আন্দোলন প্রত্যাহার (১৯৩৪ খ্রিস্টাব্দ)।
• ভারতীয় নৌবাহিনীর প্রতিষ্ঠা (১৯৩৪ খ্রিস্টাব্দ)।
• ভারতীয় রাজনৈতিক সংস্কারের জন্য শ্বেতপত্র প্রকাশ (১৯৩৩ খ্রিস্টাব্দ)।
• কংগ্রেস সোসালিস্ট দল ও সারা ভারত কিষান সভার প্রতিষ্ঠা (১৯৩৪ খ্রিস্টাব্দ)।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. লর্ড রিডিং এর পর ভারতের ভাইসরয় কে হন?
উঃ লর্ড আরউইন।
২. লর্ড আরউইন এর সময়ে কোন কমিশন ভারতে আসেন?
উঃ সাইমন কমিশন।
৩. ডান্ডি মার্চ অভিযান কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড আরউইন।
৪. কোন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন ভারতে আসে?
উঃ লর্ড আরউইন।
৫. গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রি:।
৬. আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড আরউইন।
৭. কোন ভাইসরয়ের আমলে ১৯৩০ এর ২৬ শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়?
উঃ লর্ড আরউইন।
৮. ভাইসরয় লর্ড আরউইনের সময়কালে নেহেরু রিপোর্ট প্রকাশ করেন কে?
উঃ মতিলাল নেহেরু।
৯. প্রথম গোল টেবিল বৈঠক কার সময়ে হয়?
উঃ লর্ড আরউইন।
১০. সারদা আইন পাস হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড আরউইন।
১১. কোন ভাইসয়ের আমলে লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবী তোলা হয়?
উঃ লর্ড আরউইন।
১২. লর্ড আরউইনের সময় কারা কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন?
উঃ ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত।
১৩. কোন ভাইসরয়ের আমলে বাটলার কমিটি নিয়োগ হয়?
উঃ লর্ড আরউইন।
১৪. মিরাট ষড়যন্ত্র মামলা ঘটে কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড আরউইন।
১৫. জিন্নার ১৪ দফা দাবি পেশ করা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড আরউইন।
১৬. কোন ভাইসরয়ের আমলে ধানবাদে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স প্রতিষ্ঠিত হয়?
উঃ লর্ড আরউইন।
১৭. মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড আরউইন।
১৮. মিরাট ষড়যন্ত্র মামলা কোন ভাইসরয়ের আমলে ঘটে?
উঃ লর্ড আরউইন।
১৯. লর্ড আরউইনের পর ভারতের ভাইসরয় কে হন?
উঃ লর্ড উইলিংডন।
২০. ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত সরকার আইন জারি হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড উইলিংডন।
২১. দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড উইলিংডন।
২২. রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রবর্তন কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড উইলিংডন।
২৩. দেরাদুনে ভারতীয় মিলিটারি একাডেমী প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড উইলিংডন।
২৪. কোন ভাইসরয়ের আমলে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়(১৯৩৪) ও গান্ধীজিকে বন্দী করা হয় (১৯৩২)?
উঃ লর্ড উইলিংডন।
২৫. কোন ভাইসরয়ের আমলে কংগ্রেস সোশালিস্ট দল ও সারা ভারত কিষান সভার প্রতিষ্ঠা হয়?
উঃ লর্ড উইলিংডন।
২৬. কোন ভাইসরয়ের আমলে ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়?
উঃ লর্ড উইলিংডন।
২৭. ভারতীয় রাজনৈতিক সংস্কারের জন্য শ্বেতপত্র প্রকাশ করা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড উইলিংডন।
পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে
পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩ | পর্ব ৪ |
পর্ব ৫ | পর্ব ৬ | পর্ব ৭ | পর্ব ৮ |
পর্ব ৯ | পর্ব ১০ | পর্ব ১১ | পর্ব ১২ |
পর্ব ১৩ |